Fele Asha Sriti歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Fele Asha Sriti》,下面是《Fele Asha Sriti》完整版歌词!
Fele Asha Sriti歌词完整版
ছোটবেলায় বাবার সাইকেলে করে, যেতাম আমি স্কুলে, ছোটবেলার সেই দিন গুলো মনে পড়ে, বন্ধু বান্ধব পেলাম, বড়ো হলাম আমি, নতুন স্কুলে চললাম, বন্ধুদের পাল্লায় পরে, বিড়ি খেতাম স্কুল পালিয়ে। কেটে যায় দিন এভাবে, মা বই পড়তো, আমি শুনতাম, একদিন হঠাৎ আমায়, হোস্টেলে দিয়ে দিলো, মন খারাপ আমার, প্রথম দিন থেকেই, একদিন এভাবে পেলাম নতুন বন্ধু, নতুন কলেজ নতুন প্রেম আমার। গান মিউজিক নিয়ে তৈরি, আমার প্রথম ব্যান্ড, নেশায় নিজেকে ডুবিয়ে রাখা শুরু, হঠাৎ সেদিন তুমি এলেজ জীবনে, ভালো ছিলাম তারপর, একদিন চলে গেলে আমায় ছেড়ে। কেটে যায় এভাবে দিনগুলো, মিউজিক রুমে পরে থাকা সেই স্মৃতি গুলো, বন্ধু নেই মিউজিক নেই, পরে আছি শুধু একা আমি , তারপর একদিন নতুন আলো, প্রিয় মানুষ আসলো কাছে, তাকে নিয়ে ভালো আছি আমি , এভাবে বিয়ে হলো আমাদের। নতুন জীবন শুরু, কেটে গেলো অনেক বছর, হঠাৎ নিজের দোষে, নেমে এলো অন্ধকার, তুমিও চলে গেলে, একা করে আমায়, রাজোশি তুমি নেই আমার, পথ চেয়ে বসে আছি, তুমি অন্যের হাত ধরে চলে গেলে। সারাদিন কিছুই ভালো লাগেনা, একা একা দিন কাটে আমার, মৃত্যু হাতছানি দিচ্ছে, নিজের ভুল বুঝতে পেরেছি, আমি ফিরে এসো একবার তুমি, বাবা না দাদা সবাই বলে, চিন্তা করিস না, একদিন ঠিক হবে সব। একা একা ভেবে আমি হলাম পাগল, মৃত্যু কে আপন করে নিলাম, ভালো থেকো সবাই, তুমিও ভালো থেকো নতুন,সংসারে।।