笨鸟先飞
我们一直在努力
2025-01-26 00:54 | 星期天

Fele Asha Sriti歌词-Keshab Chandra Mondal

Fele Asha Sriti歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Fele Asha Sriti》,下面是《Fele Asha Sriti》完整版歌词!

Fele Asha Sriti歌词

Fele Asha Sriti歌词完整版

ছোটবেলায় বাবার সাইকেলে করে, যেতাম আমি স্কুলে, ছোটবেলার সেই দিন গুলো মনে পড়ে, বন্ধু বান্ধব পেলাম, বড়ো হলাম আমি, নতুন স্কুলে চললাম, বন্ধুদের পাল্লায় পরে, বিড়ি খেতাম স্কুল পালিয়ে। কেটে যায় দিন এভাবে, মা বই পড়তো, আমি শুনতাম, একদিন হঠাৎ আমায়, হোস্টেলে দিয়ে দিলো, মন খারাপ আমার, প্রথম দিন থেকেই, একদিন এভাবে পেলাম নতুন বন্ধু, নতুন কলেজ নতুন প্রেম আমার। গান মিউজিক নিয়ে তৈরি, আমার প্রথম ব্যান্ড, নেশায় নিজেকে ডুবিয়ে রাখা শুরু, হঠাৎ সেদিন তুমি এলেজ জীবনে, ভালো ছিলাম তারপর, একদিন চলে গেলে আমায় ছেড়ে। কেটে যায় এভাবে দিনগুলো, মিউজিক রুমে পরে থাকা সেই স্মৃতি গুলো, বন্ধু নেই মিউজিক নেই, পরে আছি শুধু একা আমি , তারপর একদিন নতুন আলো, প্রিয় মানুষ আসলো কাছে, তাকে নিয়ে ভালো আছি আমি , এভাবে বিয়ে হলো আমাদের। নতুন জীবন শুরু, কেটে গেলো অনেক বছর, হঠাৎ নিজের দোষে, নেমে এলো অন্ধকার, তুমিও চলে গেলে, একা করে আমায়, রাজোশি তুমি নেই আমার, পথ চেয়ে বসে আছি, তুমি অন্যের হাত ধরে চলে গেলে। সারাদিন কিছুই ভালো লাগেনা, একা একা দিন কাটে আমার, মৃত্যু হাতছানি দিচ্ছে, নিজের ভুল বুঝতে পেরেছি, আমি ফিরে এসো একবার তুমি, বাবা না দাদা সবাই বলে, চিন্তা করিস না, একদিন ঠিক হবে সব। একা একা ভেবে আমি হলাম পাগল, মৃত্যু কে আপন করে নিলাম, ভালো থেকো সবাই, তুমিও ভালো থেকো নতুন,সংসারে।।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef4e9VVA9BQhQVgoBDw.html

相关推荐

  • Kanchan Kanya歌词-Keshab Chandra Mondal

    Kanchan Kanya歌词-Keshab Chandra Mondal

    Kanchan Kanya歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Kanchan Kanya》,下面是《Kanchan Kanya》完整版歌词! Kanchan Kanya歌词完整版 কাঞ্চনকন্...

  • Dream Light Travel歌词-Keshab Chandra Mondal

    Dream Light Travel歌词-Keshab Chandra Mondal

    Dream Light Travel歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Dream Light Travel》,下面是《Dream Light Travel》完整版歌词! Dream Light Travel歌词完整...

  • Amader Band Otikromon歌词-Keshab Chandra Mondal

    Amader Band Otikromon歌词-Keshab Chandra Mondal

    Amader Band Otikromon歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Amader Band Otikromon》,下面是《Amader Band Otikromon》完整版歌词! Amader Band Otikr...

  • Shiv Shambhu歌词-Keshab Chandra Mondal

    Shiv Shambhu歌词-Keshab Chandra Mondal

    Shiv Shambhu歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Shiv Shambhu》,下面是《Shiv Shambhu》完整版歌词! Shiv Shambhu歌词完整版 (Verse 1)ওগো ভোল...

  • 格林童话 13 布莱梅的音乐家十三歌词-阅耳亲子故事

    格林童话 13 布莱梅的音乐家十三歌词-阅耳亲子故事

    格林童话 13 布莱梅的音乐家十三歌词由阅耳亲子故事演唱,出自专辑《不莱梅的音乐家|格林童话|睡前故事》,下面是《格林童话 13 布莱梅的音乐家十三》完整版歌词...

  • 星辰闪烁歌词-思思小主

    星辰闪烁歌词-思思小主

    星辰闪烁歌词由思思小主演唱,出自专辑《花粉的旅行》,下面是《星辰闪烁》完整版歌词! 星辰闪烁歌词完整版 Verse微风吹过心头淡淡花香随风走梦境飘散在空中带我...

  • 夜夜梦中见 (cover: 黎明)歌词-深深深

    夜夜梦中见 (cover: 黎明)歌词-深深深

    夜夜梦中见 (cover: 黎明)歌词由深深深演唱,出自专辑《深唱人生》,下面是《夜夜梦中见 (cover: 黎明)》完整版歌词! 夜夜梦中见 (cover: 黎明)歌词完整版 夜夜...

  • Mayb歌词-YAN WANG

    Mayb歌词-YAN WANG

    Mayb歌词由YAN WANG演唱,出自专辑《TI》,下面是《Mayb》完整版歌词! Mayb歌词完整版 那是他以前不敢触碰的在眼前灰色的他以前还是较为单纯的不深思熟虑的在无...