笨鸟先飞
我们一直在努力
2025-01-25 15:41 | 星期六

Kanchanjangha (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

Kanchanjangha (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Kanchanjangha (Adrishyo Nagordolar Trip)》,下面是《Kanchanjangha (Adrishyo Nagordolar Trip)》完整版歌词!

Kanchanjangha (Adrishyo Nagordolar Trip)歌词

Kanchanjangha (Adrishyo Nagordolar Trip)歌词完整版

কাঞ্চনজঙ্ঘা

১) গতরাতে বাড়ি ফেরা হয়নি তাই

এখনো চটি পায়ে অলি গলি ঘুরে বেড়াই

সাহসী গাছ যদি মাঝরাতে কেঁদে ফেলে

সে রাতে ফুল ঝরে যায় তারা ডানা মেলে।

২) গোলপার্কের মোড়ে এসে দেখি

দাঁড়িয়ে প্রশান্ত একা বলে চাইছ কী?

আমি বলি একটা দোকান যদি খোলা পেতাম

এসি-তে বসে ঠাণ্ডা মেশানো জল খেতাম।

৩) কিছুই না পেয়ে আমি এগিয়ে যাই

দেখি পুলিশ সেজে মানুষ হেঁটে বেড়ায়,

আমাকে দেখেও দেখে না, তাই চট করে

আমিও কেটে পড়ি কোনো শর্টকাট ধরে।

৪) কিছুটা এগিয়ে বুঝি পথের ভুল

এটা কি Chinatown নাকি গানের স্কুল?

কোনো যুবতীর হাসি এসে পড়ে গায়ে

কে যেন ডেকে নিয়ে গেল চুপি চুপি পায়ে।

৫) লোহার সিঁড়িতে পাক খেয়ে আমি

উপরে পৌঁছেই দেখি এ কী নোংরামি

দুজনে চাউমিন ছোঁড়ে আর নেশা করে

আমাকে নিয়ে যাওয়া হল পাশের ঘরে।

৬) আমাকে বসিয়ে AC অন করে,

আমি বলি, কোথায় ফাঁসালে? কোন চক্করে?

এত রাতে কার বাড়ি জেগে থাকে?

এটা কি bar নাকি বাড়ি সেটা বলো আগে!

৭) এরপর গোলাপের সরবতে

আমি ভেসে যাই মরুভূমি পর্বতে,

ঝুঁটি বাঁধা, সুট পরা লোক আসে

আমরা ব্রিজ খেলে চলি এক নিঃশ্বাসে।

৮) সময় পাইনি তাই সময় দেখিনি

এই জানলায় আলো ফোটে বুঝতে পারিনি

তখন এই হাতে কেউ হাত রেখে

বলে তুমি ফিরে যেও বাড়ি সানরাইজ দেখে।

৯) এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়

এখানে এলে আরাম পায় মন,

এখানে কেউ থাকতে আসে না জেনো

তুমি মাঝে মাঝে এসে থেকে যেও বরং।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef4eaVVA9BQtQVAAFCQ.html

相关推荐

  • Sheddho Bhaat歌词-Anupam Roy

    Sheddho Bhaat歌词-Anupam Roy

    Sheddho Bhaat歌词由Anupam Roy演唱,出自专辑《Family Album (Original Motion Picture Soundtrack)》,下面是《Sheddho Bhaat》完整版歌词! Sheddho Bhaat歌词...

  • Awbawsh (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Awbawsh (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Awbawsh (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Awbawsh (Adrishyo Nagordolar Trip)》完整版歌词!...

  • Bichar (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Bichar (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Bichar (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Bichar (Adrishyo Nagordolar Trip)》完整版歌词! B...

  • Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词-Anupam Roy

    Modhyobitto Trap (Adrishyo Nagordolar Trip)歌词由Anupam Roy演唱,出自专辑《Adrishyo Nagordolar Trip》,下面是《Modhyobitto Trap (Adrishyo Nagordolar T...

  • Fire With Fire (Mixed)歌词-Armin Van Buuren&HRRTZ&Julia Church

    Fire With Fire (Mixed)歌词-Armin Van Buuren&HRRTZ&Julia Church

    Fire With Fire (Mixed)歌词由Armin Van Buuren&HRRTZ&Julia Church演唱,出自专辑《A State of Trance 2023 (Mixed by Armin van Buuren)》,下面是《Fire With...

  • 仰望星空 (cover: 张杰)歌词-吴健

    仰望星空 (cover: 张杰)歌词-吴健

    仰望星空 (cover: 张杰)歌词由吴健演唱,出自专辑《吴健翻唱集》,下面是《仰望星空 (cover: 张杰)》完整版歌词! 仰望星空 (cover: 张杰)歌词完整版 作词:邹振...

  • LOVE DIVE -Japanese ver.-歌词-IVE

    LOVE DIVE -Japanese ver.-歌词-IVE

    LOVE DIVE -Japanese ver.-歌词由IVE演唱,出自专辑《WAVE》,下面是《LOVE DIVE -Japanese ver.-》完整版歌词! LOVE DIVE -Japanese ver.-歌词完整版 LOVE DIV...

  • LOVE YOU! (Solo Ver.)歌词-Kim Feel

    LOVE YOU! (Solo Ver.)歌词-Kim Feel

    LOVE YOU! (Solo Ver.)歌词由Kim Feel演唱,出自专辑《LOVE YOU!》,下面是《LOVE YOU! (Solo Ver.)》完整版歌词! LOVE YOU! (Solo Ver.)歌词完整版 LOVE YOU! ...