Gan Amar Kadere歌词由Motiur Rahman Mollik&Saimum Shilpigosthi演唱,出自专辑《Molliker Gan, Vol. 03》,下面是《Gan Amar Kadere》完整版歌词!
Gan Amar Kadere歌词完整版
গান আমার কাঁদে রে
প্রাণ আমার কাঁদে রে
আজ কাঁদে-
মানুষের মুক্তি চেয়ে
জীবনের স্বস্তি চেয়ে ॥
কেন মানুষে মানুষে ভেদাভেদ
কেন উঁচু নীচুর এত বিদ্বেষ জেদ
হৃদয়ের ব্যথাভার সমাজের হাহাকার
আজ শুধু-
ফেলিছে আকাশ ছেয়ে
ফেলিছে বাতাস ছেয়ে ॥
কেন হানাহানি চলে বিশ্বময়
কেন সত্যের আজও ঘটে পরাজয়
রাত বাড়ে মজলুমের দুঃস্বপ্নের নির্ঘুমের
হায় হায় রে-
হতাশার চাবুক খেয়ে
নিরাশার আঘাত পেয়ে ॥
কেন সুখের সুদিন আজও আসে না
কেন ফুলের মত মানুষ হাসে না
বেদনার অশ্রু বয় যাতনার অশ্রু বয়
বয় কেন-
গরিবের দু’চোখ বেয়ে
দুঃখীদের দু’চোখ বেয়ে ॥