HORI VOKTO VOKTO GON DAO HE CHORAN DULI歌词由Tonni Sarkar演唱,出自专辑《HORI VOKTO VOKTO GON DAO HE CHORAN DULI》,下面是《HORI VOKTO VOKTO GON DAO HE CHORAN DULI》完整版歌词!
HORI VOKTO VOKTO GON DAO HE CHORAN DULI歌词完整版
হরি ভক্ত ভক্তগন
দেও হে চরণ ধূলি (২)
ওরে,
অঙ্গে মাখি আর, সঙ্গে আরে রাখি
এই ধূলা হবে মোর, ভব পাড়ের কড়ি।।
১) ওরে, হরিভক্তের চরণ ধূলি যদি
অঙ্গে মাখা যায়। (২)
অন্ধ্রে পায় চোখে আলো
বোবায় কথা কয়।।
২) ওরে, হরিভক্তের চরণ ধূলি যদি
লাগে পাপির গায়। (২)
সেই পাপি পাড় হয়ে যায়
হরিচাঁদের নায়।।
৩) ওরে, হরিভক্তের চরণ ধূলিরে ভাই
সে তো ধূলি নয়। (২)
এই ধূলিই শেষের দিনের
পাড়ের সম্বল হয়।।
৪) ওরে, হরিভক্তের চরণ ধূলি নিয়ে
যে যেদিকে যায়। (২)
বিপদ ও আপদে তারে
কখনো না ছোঁয়।।
৫) ওরে, কত পাপি ধূলা নিয়ে
ভব পারে গেলো। (২)
অবিশ্বাসী সজীব শুধু
পাড়েই পরে রলো।।
হরিবলো, হরিবলো, হরি বলো।।