Golam Hoye Jonmo Amar歌词由Bindaas Shuvo演唱,出自专辑《Golam Hoye Jonmo Amar》,下面是《Golam Hoye Jonmo Amar》完整版歌词!
Golam Hoye Jonmo Amar歌词完整版
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
এই পাঠাইলি কোন খানে দয়াল , কেউ রাখেনা আপন খেয়াল,
ডাস্টবিনে তে গরীব দুঃখী কৃষক চাষী শেষ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
এই পাঠাইলি কোন খানে দয়াল , কেউ রাখেনা আপন খেয়াল,
ডাস্টবিনে তে গরীব দুঃখী কৃষক চাষী শেষ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
হাজার ছেলে বেকার দেখো আগুন হলো বাজার
মনে কষ্ট জমা হাজার এখন টাকায় বুকের বল
এ কেমন গণতন্ত্র দেখো আমরা সবাই যন্ত্র
শুধু ধর্ম নিয়ে বিভেদ বেকার করছে কোলাহল
এই পাঠাইলি কোন খানে দয়াল , কেউ রাখেনা আপন খেয়াল,
ডাস্টবিনে তে গরীব দুঃখী কৃষক চাষী শেষ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
এই পাঠাইলি কোন খানে দয়াল , কেউ রাখেনা আপন খেয়াল,
ডাস্টবিনে তে গরীব দুঃখী কৃষক চাষী শেষ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
মরছে যুবক শিক্ষিত আজ ভালবাসায় বিক্রিত
চাকরি পেলে গচ্ছিত মা বাবার স্বপ্ন চল
আইন কারণ মানছে কে বল বিচার হবে কোন দিকে
নর্দমাতে আমরা সবাই কেমন জীবন বল
এই পাঠাইলি কোন খানে দয়াল , কেউ রাখেনা আপন খেয়াল,
ডাস্টবিনে তে গরীব দুঃখী কৃষক চাষী শেষ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
এই পাঠাইলি কোন খানে দয়াল , কেউ রাখেনা আপন খেয়াল,
ডাস্টবিনে তে গরীব দুঃখী কৃষক চাষী শেষ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।
গোলাম হয়ে জন্ম আমার, পেলাম কেমন দেশ,
রাজার গোলাম আমরা সবাই, ছদ্মবেশীর বেশ।