Keo Kotha Rakhbe Na歌词由Sahriar Rafat&Arman Alif演唱,出自专辑《Keo Kotha Rakhbe Na》,下面是《Keo Kotha Rakhbe Na》完整版歌词!
Keo Kotha Rakhbe Na歌词完整版
কেউ কথা রাখবে না
কেউ আমি আছি বলবে না
সেই তুমি আর ফিরে আসবে না
কথাগুলো ভাবতে পারছি না,
আমি থাকতে চাই পড়ে
কোনো এক অসুস্থতার ঘোরে
আমি হাটতে চাই ওরে
তোমার ও দুটো হাত ধরে
আমার লাল চোখের শাসন
কে আর করবে কে?
সব পুড়ে গেলো পুড়ে গেলো
সইতে পারছি না রে....
"ওই আকাশের একটা একটা তাঁরা
জ্বলছে নিভছে দেখো
সেই তোমাকে আমার মনে করাটা
ভুল হয়ে গেলো,
ওই তাঁরার মতো আসি আসি বলে তুমি
আর যাচ্ছো না তো
আলো জ্বালাও আলো নিভাও
বুঝতে পারছি না রে। "
না না এভাবে না
আর ঘুমোনো যাচ্ছে না
তবুও ক্লান্তিতে যাচ্ছি না
কোথাও আর তোমায়
খুঁজে পাওয়া যাচ্ছে না
এমন কেনো প্রিয় যা কিছু
আর নিজের থাকছে না
এখন স্বার্থময় কোনো যত্ম তোমায়
বেশ ভালো রাখছে কি?
এই আমি ভালো থাকবো ভেবে
ভালো বেসেছি
যখন কেউ ছিলনা তোমার পাশে
তখনও ফিরে যেতে বলিনি
তোমায় ভালোবাসি বলে
অসুস্থতা কে এখন ভালোবেসেছি,
আমি থাকতে চাই পড়ে
কোনো এক অসুস্থতার ঘোরে
আমি হাটতে চাই ওরে
তোমার ও দুটো হাত ধরে
আমার লাল চোখের শাসন
কে আর করবে কে?
সব পুড়ে গেলো পুড়ে গেলো
সইতে পারছি না রে....
"ওই আকাশের একটা একটা তাঁরা
জ্বলছে নিভছে দেখো
সেই তোমাকে আমার মনে করাটা
ভুল হয়ে গেলো,
ওই তাঁরার মতো আসি আসি বলে তুমি
আর যাচ্ছো না তো
আলো জ্বালাও আলো নিভাও
বুঝতে পারছি না রে। "