Barakar Chad歌词由Furkanullah Sadi&Burhan Ariyan&Mahadi Bin Badsha演唱,出自专辑《Barakar Chad》,下面是《Barakar Chad》完整版歌词!
Barakar Chad歌词完整版
রমাদান....রমাদান....রমাদান......রমাদান
মুমিনের হৃদয়কে সাজাতে আবার
এসেছে রহমের মাস
হয় যেন সর্বদা ঘরে বাহিরে
ঈমান ও আমলের চাষ
দিনে সিয়াম রাখ রাতে তারাবীহ
মগ্ন থাক তুমি পাঠে তাসবীহ
রহম দিবেন তব প্রভু অফুরান
রমাদানু ইয়া রমাদান, রমাদানু ইয়া রমাদান
ঝেরে ফেলে মুছে দাও যত পাপাচার
আমলের পথে তুমি হও রাহাবার
উঠবে হৃদয়ে বারাকার চাঁদ
মুছবে জীবন হতে অজানা বিষাদ
রবকে কর খুশি বাড়িয়ে ঈমান
রমাদানু ইয়া রমাদান
রমাদানু ইয়া রমাদান
ইতিকাফে খোঁজ তুমি ক্বদরের রাত
প্রভুর সাথে তুমি পাবে মুলাকাত
ফুটবে হৃদয়ে নাজাতের ফুল
ভাঙ্গবে জীবনের যতসব ভুল
জান্নাতি খুশবুতে পাবি রাইয়ান...!
রমাদানু ইয়া রমাদান
রমাদানু ইয়া রমাদান