Firbe Baba Tumi歌词由Nusrat Zerin演唱,出自专辑《Firbe Baba Tumi》,下面是《Firbe Baba Tumi》完整版歌词!
Firbe Baba Tumi歌词完整版
কদিন হলো দেখিনি বাবা
চাঁদ মাখা তোমার মুখ
কোন সে দূরে পাড়ি দিলে
কান্নায় ফেটে যায় বুক।
তুমি তো ছিলে বন্ধু আমার
ছিলে খেলার সাথী
অন্ধকারে ছিলে আমার
পথ দেখানোর বাতি।
আজকে কোথায় হারিয়ে গেলে
কোথায় পেয়ে কি সুখ?
আমি তো সদা পথ চেয়ে রই
ফিরবে বাবা তুমি
কল্পনাতে হারিয়ে যাই
স্বপ্নেও দেখি ঘুমি।
কে আছে বাবা তোমার মত
করবে এত যতন
ছায়া হয়ে থাকবে পাশে
হবে কে তোমার মতন।
তোমার স্মৃতি পড়লে মনে
কান্নায় ফেটে যায় বুক। ঐ
হাতে ধরে ঘুরে বেড়াতে
দেখাতে অনেক কিছু
করতে তুমি প্রতিহত
যদি নিতো বিপদ পিছু।
আজকে বাবা তোমার মত
থাকেনা তো কেউ পাশে
এত আদর করেনা তো কেউ
ভালো নাহি এত বাসে।
তোমায় ফিরে পেলে বাবা
পেতাম হারানো সুখ। ঐ