Ekdin Ami Cole Jabo歌词由Nusrat Zerin演唱,出自专辑《Ekdin Ami Cole Jabo》,下面是《Ekdin Ami Cole Jabo》完整版歌词!
Ekdin Ami Cole Jabo歌词完整版
একদিন আমি চলে যাবো
এই দুনিয়া ছাড়ি
পাড়া পড়শি ভীর করিবে
আসবে আমার বাড়ি রে
রঙিন পোশাক থাকবে না গায়ে
থাকবে সাদা কাফন
ঘরে আমায় রাখবে না কেউ
ছিলাম যতই আপন
উঁচু দালান বাড়ি গাড়ি
সবই ছেড়ে দিবো পারি
সঙ্গেতে কেউ যাবে না
মোর সবই রবে পড়ি রে
কাঁদবে সজন ছেলে মেয়ে
আহাজারি করে থাকবে
সবাই সবার মত আমি
যাবো চলে রঙিন স্বপ্ন থাকবে না আর
ভেঙে যাবে সবই রে
চারিদিকে এলান হবে
আমার জানাজার পূণ্য
ছাড়া কবরেতে কেমনে হবো পাড়
পাড়া পড়শি বন্ধুসজন
খুঁড়বে কবর দিবে দাফন
অন্ধকার কবরে রেখে
সবাই যাবে চলি রে