Sijday lute pori歌词由Mosiur Rahman演唱,出自专辑《Sijday lute pori》,下面是《Sijday lute pori》完整版歌词!
Sijday lute pori歌词完整版
Song lyrics (Bangla) :
(lyrics)
সিজদায় লুটে পড়ি
শাহীদুল মুরছালীন
?
আমি মাঝেমাঝে বুকের জমিনে
বিপ্লবী বাসা গড়ি
আমি কখনো বা শোকের আঘাতে
কান্নায় ভেঙে পড়ি।
বীর সেনানীর খুলুসি ধ্যানে
আর শুহাদার শোণিত বানে-
হৃদয় পাজর সহসাই ওঠে নড়ি;
আমি সুখে-দুঃখে সকল হালতে-সিজদায় লুটে পড়ি।
পৃথিবীর দিকেদিকে মাজলুম জনতার ফরিয়াদ
অন্তর ভেদ করে গড়ে যায় সাহসের বুনিয়াদ।
আক্বসার চারপাশে হায়নার আনাগোনা দিনরাত
তাদেরই তাণ্ডবে রোজ আসে শাহাদার মোলাকাত।
নারী শিশুদের কান্না এসে
আমার নয়ন ধারায় মেশে-
হয়ে একাকার করে শোক গড়াগড়ি;
আমি সুখে-দুঃখে সকল হালতে-সিজদায় লুটে পড়ি।
ফিলিস্তিনে লড়ে আমার ভাইবোন আমার জাতি
একটু আলাদা নয় আমরা মুসলিম একই জ্ঞাতি।
পৃথিবীর দেশেদেশে মুনাফেক শাসকের বসবাস
মনোবল নেই কারো রুখে দেবে নীলচোখী সন্ত্রাস।
আজাদির তরে আজ লড়েলড়ে খুয়ে যায় তাজা প্রাণ
পবিত্র ভুমি জুড়ে লাশ আর বারুদের পোড়া ঘ্রাণ।
কেউ তো জানে না কী হবে শেষে
ছাড়ে এ ধরণী শহীদি বেশে-
ঘিরে জান্নাত করে রোজ ওড়াউড়ি;
আমি সুখে-দুঃখে সকল হালতে-সিজদায় লুটে পড়ি।