Juddho Noy Shanti Chai歌词由Rajib演唱,出自专辑《Juddho Noy Shanti Chai》,下面是《Juddho Noy Shanti Chai》完整版歌词!
Juddho Noy Shanti Chai歌词完整版
আমরা মানুষ আমরা ভাই
আর যুদ্ধ নয় শান্তি চাই
দেশে দেশে গড়বো মৈত্রী
শান্তি সুখে বাঁচতে চাই॥
বিশ্বে কিছুর কমতি নাই
আপন মেধা খাটাও সবাই
তুষ্ট থাকো নিজের ধনে
পরের ধনে চোখটি নাই।
আমার আছে তেল টা বেশি
তোমার আছে চাল যে ভাই
চালের সাথে তেলের বদল
করবো মোরা তাই॥
দেশে দেশে যুদ্ধ নয়
বোমা বুলেট গুলি নয়
যুদ্ধে হয় শক্তি ক্ষয়
হয় মেধার অপচয়।
যুদ্ধ করে জীবন ক্ষয়
লক্ষ মানুষ পঙ্গু হয়
আমাদের দেশ মহাদেশ নাই
আমরা শান্তি ফিরে চাই॥
ও ভাই তোমার আছে মেধা
আর আমার আছে শ্রম
এই দুয়ে এ মিলে এক না হলে
হবে বিশাল ভ্রম।
এসো সবাই মিলে গড়ে তুলি
শান্তিরও আশ্রম,
আমাদের ধর্ম বর্ণ গোত্র নাই
আমরা শান্তি চাই॥