笨鸟先飞
我们一直在努力
2025-01-11 00:19 | 星期六

Jiboner Rupkotha歌词-Gargi Ghosh

Jiboner Rupkotha歌词由Gargi Ghosh演唱,出自专辑《Jiboner Rupkotha》,下面是《Jiboner Rupkotha》完整版歌词!

Jiboner Rupkotha歌词

Jiboner Rupkotha歌词完整版

একটু একটু আকাশ

আর শেষ বিকেলের আলো...

চোখের পাতার কাজল মায়া লাগছে তোমায় ভালো!

ফিরছে বাসায় পাখি

মুছে রোদের গন্ধ ডানার ...

ঘামে ভেজা দিন

ধূসর-রঙিন

গল্প তোমার আমার!

সেই

গল্প মোদের বিপ্লব হবে

শহরে গঞ্জে গ্রামে..

তুমি আবার কখনো লিখবে চিঠি বন্ধ ঠোঁটের খামে..

ঝরা পাতারাও বলবে সেদিন তোমার আমার কথা...

হাসি কান্নার জলরঙে আঁকা জীবনের রূপকথা।

কাটে দিন বেরঙিন

পোড়ে ক্ষমাহীন রোদে ছাদ

মরে যায় নিয়নের লাল

ভেজে চাঁদের ধুলোয় রাত

খোলা জানালায় ধরে ছায়াপথ

ভেসে যায় চেনা মুখ..

হাজার বছর ক্লান্ত শহর

খুঁজছে অলীক সুখ...

চলো একবার বলি

হাতে হাত রেখে আবার,

রাস্তার মোড়ে চিৎকার করে

গল্প তোমার আমার!

সেই

গল্প মোদের বিপ্লব হবে

শহরে গঞ্জে গ্রামে..

তুমি আবার কখনো লিখবে চিঠি বন্ধ ঠোঁটের খামে..

ঝরা পাতারাও বলবে সেদিন তোমার আমার কথা...

হাসি কান্নার জলরঙে আঁকা জীবনের রূপকথা।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef596VVA9Bg1WWwYMAA.html

相关推荐

  • 桃花庵 (Live)歌词-邢迪

    桃花庵 (Live)歌词-邢迪

    桃花庵 (Live)歌词由邢迪演唱,出自专辑《邢迪原创》,下面是《桃花庵 (Live)》完整版歌词! 桃花庵 (Live)歌词完整版 桃花庵歌明唐寅桃花坞里桃花庵桃花庵里桃花...

  • 爱情滴滴畏 (伴奏)歌词-小青蛙

    爱情滴滴畏 (伴奏)歌词-小青蛙

    爱情滴滴畏 (伴奏)歌词由小青蛙演唱,出自专辑《爱情滴滴畏》,下面是《爱情滴滴畏 (伴奏)》完整版歌词! 爱情滴滴畏 (伴奏)歌词完整版 爱情滴滴畏作词:小青蛙作...

  • 如愿之愿 (伴奏)歌词-万思维&西贝木子

    如愿之愿 (伴奏)歌词-万思维&西贝木子

    如愿之愿 (伴奏)歌词由万思维&西贝木子演唱,出自专辑《风起西州 电视剧原声大碟》,下面是《如愿之愿 (伴奏)》完整版歌词! 如愿之愿 (伴奏)歌词完整版 如愿之愿...

  • 风起西州 (伴奏)歌词-张恋歌

    风起西州 (伴奏)歌词-张恋歌

    风起西州 (伴奏)歌词由张恋歌演唱,出自专辑《风起西州 电视剧原声大碟》,下面是《风起西州 (伴奏)》完整版歌词! 风起西州 (伴奏)歌词完整版 风起西州 (《风起...