Jiboner Rupkotha歌词由Gargi Ghosh演唱,出自专辑《Jiboner Rupkotha》,下面是《Jiboner Rupkotha》完整版歌词!
Jiboner Rupkotha歌词完整版
একটু একটু আকাশ
আর শেষ বিকেলের আলো...
চোখের পাতার কাজল মায়া লাগছে তোমায় ভালো!
ফিরছে বাসায় পাখি
মুছে রোদের গন্ধ ডানার ...
ঘামে ভেজা দিন
ধূসর-রঙিন
গল্প তোমার আমার!
সেই
গল্প মোদের বিপ্লব হবে
শহরে গঞ্জে গ্রামে..
তুমি আবার কখনো লিখবে চিঠি বন্ধ ঠোঁটের খামে..
ঝরা পাতারাও বলবে সেদিন তোমার আমার কথা...
হাসি কান্নার জলরঙে আঁকা জীবনের রূপকথা।
কাটে দিন বেরঙিন
পোড়ে ক্ষমাহীন রোদে ছাদ
মরে যায় নিয়নের লাল
ভেজে চাঁদের ধুলোয় রাত
খোলা জানালায় ধরে ছায়াপথ
ভেসে যায় চেনা মুখ..
হাজার বছর ক্লান্ত শহর
খুঁজছে অলীক সুখ...
চলো একবার বলি
হাতে হাত রেখে আবার,
রাস্তার মোড়ে চিৎকার করে
গল্প তোমার আমার!
সেই
গল্প মোদের বিপ্লব হবে
শহরে গঞ্জে গ্রামে..
তুমি আবার কখনো লিখবে চিঠি বন্ধ ঠোঁটের খামে..
ঝরা পাতারাও বলবে সেদিন তোমার আমার কথা...
হাসি কান্নার জলরঙে আঁকা জীবনের রূপকথা।