Bhulo Na Madhur Bani歌词由Bibhabendu Bhattacharya演唱,出自专辑《Bhulo Na Madhur Bani》,下面是《Bhulo Na Madhur Bani》完整版歌词!
Bhulo Na Madhur Bani歌词完整版
ভুলোনা .... ভুলোনা .... ভুলোনা ....
ভুলোনা মধুর বাণী সুধী বঙ্গজন
"হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন "
এতোটা পেরিয়ে এসে হাঁটু জলে গেলে ভেসে ..
কুহু ছেড়ে তুমি শেষে কাক-এ দিলে মন ?
কুহু ছেড়ে তুমি শেষে কাকে দিলে মন?
"হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন "...
চমকে মজনা তুমি প্রিয়
দেশি পেতে নিও কিছু ঘিও
বেসুরো পৃথিবী ফেলে দিও সুরে মন ..
" হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন "
ভুলে গিয়ে ইমনের দেশ ..
বাদামেই দেখে নেবে শেষ?
ভুলে গিয়ে ইমনের দেশ ..
হুজুগেই দেখে নেবে শেষ?
বেমালুম এড়িয়ে যাবে সাধন -ভজন?
"হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন "..
প্রসাদে লালনে বুক বাঁধো ..
রবি -নজরুলে গলা সাধো ..
পুরনো হৃদয় থেকে জাগাও নূতন ..
" হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন "..