Roder Vetor Ilshe歌词由Motiur Rahman Mollik演唱,出自专辑《Molliker Gan, Vol. 02》,下面是《Roder Vetor Ilshe》完整版歌词!
Roder Vetor Ilshe歌词完整版
রোদের ভেতর ইলশে গুড়ি
সঙ্গে পাখির ডাক
আম বাগানের ভেতর যেন
মৌমাছিদের ঝাঁক ॥
মন মেলে দেয় পাখা
যায় না ঘরে থাকা
আকাশে কার তুলির আঁচড়
রঙধনুকের আঁক ॥
ঘাসের ডগায় হীরক জ্বলে
মুক্ত ফুলের বুকে
হঠাৎ হাওয়া দোল দিয়ে যায়
একটু খানি ঝুঁকে।
কে এক রাখাল ছেলে
ছুটলো মাথাল ফেলে
সোহাগে তার উঠলো নেচে
হিজল বনের বাঁক ॥