Sara Banglar Grame歌词由Motiur Rahman Mollik&Saimum Shilpigosthi演唱,出自专辑《Molliker Gan, Vol. 03》,下面是《Sara Banglar Grame》完整版歌词!
Sara Banglar Grame歌词完整版
সারা বাংলার গ্রামে গঞ্জে
শহরে নগরে উপকণ্ঠে
চির গৌরব নব যৌবন
জেগে ওঠে যেন নব ছন্দে ॥
জনতা সাগরে আষাঢ়
জোয়ার ডাকে বান
প্রতি প্রাণে প্রাণে
দৃঢ় চেতনার জাগে গান
জাগে অনল প্রবাহ জাগর প্রদাহ
আলো আঁধারের চির দ্বন্দ্বে ॥
রোদের সাহসে আকাশের
মেঘ কেটে যায়
চলার আবেগে নদী সে
মোহনা খুঁজে পায়
পায় অজানা অচেনা পথের ঠিকানা
পাখিও গতির অনুষঙ্গে ॥