Palestine Eider Khushi Nai歌词由M K Alam演唱,出自专辑《Palestine Eider Khushi Nai》,下面是《Palestine Eider Khushi Nai》完整版歌词!
Palestine Eider Khushi Nai歌词完整版
চাঁদ উঠেছে খুশবু মেখে ঈদ এসেছে আবার
ঈদ আনন্দে মুমিন মনে বইছে খুশির জোয়ার (২)
মজলুমানের ব্যথার দহন পায় কী মনে ঠাঁই
সুখের ক্ষণে দুখের বীণে তোমাকে জানাই
"গাজা,রাফা ফিলিস্তিনে ঈদের খুশি নাই!
নানান রঙের নতুন জামায় তোমারই ঈদ সাজে
বায়না কতো ছেলে মেয়ের পূরণ করো তা যে..
সেথায় দেখো ছোট্ট শিশু (২) থাকছে খালি গায়
অনাহারে মরছে কতো ভীষণ অসহায়
সেই সে শিশুর চাহনি দেখে (২) হৃদয় পুড়ে ছাই..
"গাঁজা রাফা ফিলিস্তিনে ঈদের খুশি নাই'
করছো তুমি কুরবানি তো বিশাল বড় প্রাণী
পাঁচ এলাকায় নাম কুড়াবে তোমারই দান জানি (২)
ওদিক দেখো বুলেট বোমায় (২) রাত্রি হচ্ছি ভারী
কত মায়ের বুকেরই ধন নিচ্ছে ওরা কাড়ি
অত্যাচারে কাঁদছে শোনো (২) অশ্রুতে বুক ভাসাই...
মিষ্টি মুখে বাছাই করে করছো কতো দান
রাফায় দেখো মসজিদেতে হয় না তো আজান (২)
মুমিন তুমি ঈমান নিয়ে বড়াই তোমার বেশ
তোমার চোখে ভাসে না হায় গাঁজার পরিবেশ
ক্ষুধার জ্বালায় খাচ্ছে ওরা লতাপাতা কুড়াই...