Mayer Moto Dorodi歌词由Asif Khan演唱,出自专辑《Mayer Moto Dorodi》,下面是《Mayer Moto Dorodi》完整版歌词!
Mayer Moto Dorodi歌词完整版
মায়ের মতো দরদী মোর
কেউ কোনদিন ছিলোনা
মায়ের সাথে হয়না ভবে
অন্য কারও তুলনা
মা জননী জান্নাত আমার
সকল সুখের মূল
মাকে ছাড়া বন্দেগী
হবে না কবুল (কারো)।।
খোদার পরেই মায়ের আসন
বলে হাদীস ও কুরআন
মায়ের মুখটা দেখলে আমার
দূর হয়ে যায় পেরেশান
মায়ের দোয়া থাকলে সাথে
পাথরেও ফোটে ফুল।।
এমনই মমতা মায়ের
কখনো খুঁজে না দোষ
মায়ের মনে দুঃখ দিলে
কাঁপে খোদারই আরশ
কোন মতে মায়ের সাথে
কইরো না কেউ ভুল।।