Shono Sonchita ( )歌词由Novel Ahmed演唱,出自专辑《Shono Sonchita ( )》,下面是《Shono Sonchita ( )》完整版歌词!
Shono Sonchita ( )歌词完整版
শোন সঞ্চিতা
তুমি জানোকি তা
তোমার প্রেমের আগুনে পোড়ে
ভেতরটা ছারখার
বল কি এমন ক্ষতি হতো
যদি একটু ভালোবাসার আবেশে
ধরতে আমার হাত
এতো ভালোবেসে পেলাম অবশেষে
তোমার অবহেলা
আমার ভালোবাসার মানে
তুমি বুঝলে না
আমার ভালোবাসার মানে
তুমি বুঝলে না।।
চোখের আড়াল হয়ে আছো তুমি
মনের আড়াল নয়
মিথ্যে মায়ার ঘোরে জড়িয়ে রেখেছো
ভাবনা গুলো সব তুমিময়
ঐ মন না বুঝে মন দিয়েছি তাই
পেলাম অবহেলা
আমার ভালোবাসার মানে
তুমি বুঝলে না
আমার ভালোবাসার মানে
তুমি বুঝলে না।।