Amar Dukher Kotha歌词由Priyanka Biswas演唱,出自专辑《Amar Dukher Kotha》,下面是《Amar Dukher Kotha》完整版歌词!
Amar Dukher Kotha歌词完整版
আমার দুখের কথা শুনবে কে রে
সময় আছে কার
থাকে যদি একটু সময়
তার (আমায়) দাওনা খানিক ধার॥
দিনে দিনে জমলো আমার
স্মৃতিরও পাহাড়
দুঃখ সুখের যতো কথা
আমি বলতে চাই বারবার।
থাকে যদি একটু সময়
তার (আমায়) দাওনা খানিক ধার॥
বসে আছি গেথে আমি
স্মৃতির কণ্ঠহার
বেলা আমার গেলো ডুবে
কেউ নিলো না খবর তাহার।
(আহা) কেনো আমায় স্বপ্ন দেখাও,
দেখাও মিছেই বারে বার ॥
দু‘চোখ বেয়ে গড়িয়ে গেলো
কতো জল দুখের জলাধার
দেখলো না কেউ চেয়ে তারে
খবর নিল না রে আর।
আমার আশার গুড়ে জমলো বালি
নামলো যে আঁধার
(হায়) কেউ নিল না খবর তাহার।