Beiman Piya歌词由Mehedi Hasan Nasib&Nazmul Hoque演唱,出自专辑《Beiman Piya》,下面是《Beiman Piya》完整版歌词!
Beiman Piya歌词完整版
হৃদয় ভাঙ্গার এই অধিকার
কে দিয়েছে বল,
কেন রে তুই করলি এত
প্রেমের নামে ছল,
তোরে আমি দিয়েছিলাম
মন পিঞ্জরে ঠাই,
এখন আমি পথে পথে
দুঃখ বয়ে যাই,
আমি বিচার দিলাম খোদার কাছে কাদবি জনম ভর,
আমার মতো তোরও যেন আপন হয়রে পর,
বুঝবি তখন পর হওয়া যে কত কষ্টকর,
কেমন করে মন ফেরালি
কাছে টেনে নিয়ে,
আমারে তুই মারলি ছুরি
বিষের দাগা দিয়ে,
আমার বুকের সাগর এখন ধুধু বালুচর,
আমার মতো তোরও যেন আপন হয়রে পর,
বুঝবি তখন পর হওয়া যে কত কষ্টকর,
চাইলাম তোরে নিয়ে বাঁচি
তুইতো চাইলি না,
বেঈমান তুই ভূইলা গেলি
আসল ঠিকানা,
জোড়াতো আর লাগলো নারে আমার ভাঙ্গাঘর,
আমার মতো তোরও যেন আপন হয়রে পর,
বুঝবি তখন পর হওয়া যে কত কষ্টকর,