Sotti Kore Tumi Bolo歌词由Sayed Babu演唱,出自专辑《Sotti Kore Tumi Bolo》,下面是《Sotti Kore Tumi Bolo》完整版歌词!
Sotti Kore Tumi Bolo歌词完整版
সত্যি করে তুমি বলো
বলো গো
ভূলে যাবেনা আমায়।
মাথায় হাত রেখে বলো
বলো গো
ছেড়ে যাবেনা আমায়।
বিধাতার স্বাদ, ওগো প্রানো নাথ
তোমারি তরে ভবে
পাঠাইছে আমায়।
১)যতই দেখি তোমায়,
দেখি তোমার সোনা মুখ
হয়েছো তুমি আমার
সুখে ভরে যায় বুক।
তুমি মনো প্রান, জানেরই জান
তুমি বিনা এই ভবে
বাচাঁ বড় দায়।
২) আদরে সোহাগে তোমায়
রেখেছি এই অন্তরে
দিবা নিশি পূজি তোমায়
আমার মন মন্দিরে।
মরণের এপাড়ে মরণের ওপাড়ে।
জনমে জনমে সজীব
তোমায় শুধু চায়।