Shuto歌词由Angan Mallick演唱,出自专辑《Shuto》,下面是《Shuto》完整版歌词!
Shuto歌词完整版
তোমার গল্পে পালিয়ে যাওয়ার ছুতো
তোমার আমার মাঝে জানি ছিঁড়ে গেছে সুতো
তোমার বিপদ-হাওয়া ভেসে আসে বুকে
আমার তোমার পাট, কবেই সে গেছে চুকে
তোমার নৌকো অন্য তটেই দিক পাড়ি
আমার দেয়ালে নোনা জলছবি আঁকি
আমার শীতের রাতে আগুন পোহানো বাকি
আমি এখনও জানি না তুমি আদৌ কি
হারিয়ে গেছ, এই শীতলপাটি-চৌকি
ডিঙিয়ে গেছ আমার উঠোনবাড়ি
তোমার আঙুলে আমার হাতের মুঠো
আগলে রেখেছে ঝড়, বিষণ্ন খড়কুটো
আমার দু'চোখে এঁকেছি জোনাকি আলো
বুঝেছি তখন এড়িয়ে যাওয়াই হত ভালো
গল্পের পরিণতি হয় না আসলে
এখন আমার ফুরিয়ে এসেছে বেলা
তোমার দুঃখ স্মৃতি, কান্না, ঢেউয়ের খেলা
আমাদের হেঁটে ফেরা বালিয়াড়ি ঘেঁষে
প্রতি জন্মে তোমাকে আমি হয়ে ভালোবেসে
চলে যাব জেনো, সহজেই আসছি ব'লে
জানি ছেড়ে যায় জাহাজও বন্দর
ডাকে একলা কাক শহরে সন্ধ্যায়
আমি শুধু তারই নাম করি
আজও তাকে নিয়ে গান করি হাজারবার