笨鸟先飞
我们一直在努力
2025-01-25 12:10 | 星期六

Shuto歌词-Angan Mallick

Shuto歌词由Angan Mallick演唱,出自专辑《Shuto》,下面是《Shuto》完整版歌词!

Shuto歌词

Shuto歌词完整版

তোমার গল্পে পালিয়ে যাওয়ার ছুতো

তোমার আমার মাঝে জানি ছিঁড়ে গেছে সুতো

তোমার বিপদ-হাওয়া ভেসে আসে বুকে

আমার তোমার পাট, কবেই সে গেছে চুকে

তোমার নৌকো অন্য তটেই দিক পাড়ি

আমার দেয়ালে নোনা জলছবি আঁকি

আমার শীতের রাতে আগুন পোহানো বাকি

আমি এখনও জানি না তুমি আদৌ কি

হারিয়ে গেছ, এই শীতলপাটি-চৌকি

ডিঙিয়ে গেছ আমার উঠোনবাড়ি

তোমার আঙুলে আমার হাতের মুঠো

আগলে রেখেছে ঝড়, বিষণ্ন খড়কুটো

আমার দু'চোখে এঁকেছি জ‌োনাকি আলো

বুঝেছি তখন এড়িয়ে যাওয়াই হত ভালো

গল্পের পরিণতি হয় না আসলে

এখন আমার ফুরিয়ে এসেছে বেলা

তোমার দুঃখ স্মৃতি, কান্না, ঢেউয়ের খেলা

আমাদের হেঁটে ফেরা বালিয়াড়ি ঘেঁষে

প্রতি জন্মে তোমাকে আমি হয়ে ভালোবেসে

চলে যাব জেনো, সহজেই আসছি ব'লে

জানি ছেড়ে যায় জাহাজ‌ও বন্দর

ডাকে একলা কাক শহরে সন্ধ্যায়

আমি শুধু তার‌ই নাম করি

আজ‌ও তাকে নিয়ে গান করি হাজারবার

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef64aVVA9BgxbVgENCA.html

相关推荐

  • 其实我很在乎你经典背景音乐纯音乐 (cover: 童译)歌词-张歌

    其实我很在乎你经典背景音乐纯音乐 (cover: 童译)歌词-张歌

    其实我很在乎你经典背景音乐纯音乐 (cover: 童译)歌词由张歌演唱,出自专辑《扬中雨》,下面是《其实我很在乎你经典背景音乐纯音乐 (cover: 童译)》完整版歌词!...

  • Hyatmda Ol歌词-Lal Mmmdova&Baba Vzirolu&Faiq Sücddinov

    Hyatmda Ol歌词-Lal Mmmdova&Baba Vzirolu&Faiq Sücddinov

    Hyatmda Ol歌词由Lal Mmmdova&Baba Vzirolu&Faiq Scddinov演唱,出自专辑《Hyatmda Ol》,下面是《Hyatmda Ol》完整版歌词! Hyatmda Ol歌词完整版 Mnim mrm sn ...

  • Susarken Grdüm歌词-Maina&Muco

    Susarken Grdüm歌词-Maina&Muco

    Susarken Grdm歌词由Maina&Muco演唱,出自专辑《Susarken Grdm》,下面是《Susarken Grdm》完整版歌词! Susarken Grdm歌词完整版 Susarken g枚rd眉m ne varsaBo...

  • Stop歌词-Allequa Perucha

    Stop歌词-Allequa Perucha

    Stop歌词由Allequa Perucha演唱,出自专辑《MATAHARI (Peduli Pekerti dan Prestasi Anak Indonesia)》,下面是《Stop》完整版歌词! Stop歌词完整版 Stop janga...