Khola Rickshwa歌词由Sayeeda Shampa&Bijoy Mamun演唱,出自专辑《Khola Rickshwa》,下面是《Khola Rickshwa》完整版歌词!
Khola Rickshwa歌词完整版
তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা
হারাবো পথে আজ, যতো ইচ্ছা
মেঘ সুখ সুখ বৃষ্টি নামুক
অথবা রোদে , আলোর জলসা
যতো ইচ্ছা ।
তুমি আমি যাচ্ছি খোলা রিকশা ॥
বাতাসে ভেসে , যদি ঝড় আসে
দুটি হাত তোমার , তবু ছাড়বো না
ছাড়বো না
ভুলবো না ভালোবাসা ।
যদি তুমিহীন হই কোনোদিন
পাবো না খুঁজে গুগল ম্যাপে
কোনো হাসপাতালের নাম
যেখানে তুমিহীন
অসুখের হবে চিকিৎসা।
তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা
হারাবো পথে আজ যতো ইচ্ছা ॥
খোলা রিক্সায় দু’জনে আজ
খুলে দিবো হৃদয়ের দামী আকাশ
রঙধনু রঙ গুলো হয়ে যাবে ফিকে
আমাদের দিকে অনিমেষ তখন তাকিয়ে।
খোলা রিক্সার সিংহাসনে
আজ তুমি মহারাণী
আমি পৃথিবীর বাদশাহ ।
তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা
হারাবো পথে আজ, যতো ইচ্ছা
মেঘ সুখ সুখ বৃষ্টি নামুক
অথবা রোদে , আলোর জলসা
যতো ইচ্ছা ।
তুমি আমি যাচ্ছি খোলা রিকশা ॥