笨鸟先飞
我们一直在努力
2025-02-03 08:14 | 星期一

Khola Rickshwa歌词-Sayeeda Shampa&Bijoy Mamun

Khola Rickshwa歌词由Sayeeda Shampa&Bijoy Mamun演唱,出自专辑《Khola Rickshwa》,下面是《Khola Rickshwa》完整版歌词!

Khola Rickshwa歌词

Khola Rickshwa歌词完整版

তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা

হারাবো পথে আজ, যতো ইচ্ছা

মেঘ সুখ সুখ বৃষ্টি নামুক

অথবা রোদে , আলোর জলসা

যতো ইচ্ছা ।

তুমি আমি যাচ্ছি খোলা রিকশা ॥

বাতাসে ভেসে , যদি ঝড় আসে

দুটি হাত তোমার , তবু ছাড়বো না

ছাড়বো না

ভুলবো না ভালোবাসা ।

যদি তুমিহীন হই কোনোদিন

পাবো না খুঁজে গুগল ম্যাপে

কোনো হাসপাতালের নাম

যেখানে তুমিহীন

অসুখের হবে চিকিৎসা।

তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা

হারাবো পথে আজ যতো ইচ্ছা ॥

খোলা রিক্সায় দু’জনে আজ

খুলে দিবো হৃদয়ের দামী আকাশ

রঙধনু রঙ গুলো হয়ে যাবে ফিকে

আমাদের দিকে অনিমেষ তখন তাকিয়ে।

খোলা রিক্সার সিংহাসনে

আজ তুমি মহারাণী

আমি পৃথিবীর বাদশাহ ।

তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা

হারাবো পথে আজ, যতো ইচ্ছা

মেঘ সুখ সুখ বৃষ্টি নামুক

অথবা রোদে , আলোর জলসা

যতো ইচ্ছা ।

তুমি আমি যাচ্ছি খোলা রিকশা ॥

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef654VVA9BghWUwENDA.html

相关推荐

  • Hridoyo Pinjirar Posha Pakhi Re歌词-Ridoy JJ

    Hridoyo Pinjirar Posha Pakhi Re歌词-Ridoy JJ

    Hridoyo Pinjirar Posha Pakhi Re歌词由Ridoy JJ演唱,出自专辑《Hridoyo Pinjirar Posha Pakhi Re》,下面是《Hridoyo Pinjirar Posha Pakhi Re》完整版歌词! ...

  • 阳光宅男 (cover: 周杰伦)歌词-二十一口甜

    阳光宅男 (cover: 周杰伦)歌词-二十一口甜

    阳光宅男 (cover: 周杰伦)歌词由二十一口甜演唱,出自专辑《阳光宅男》,下面是《阳光宅男 (cover: 周杰伦)》完整版歌词! 阳光宅男 (cover: 周杰伦)歌词完整版 ...

  • IT IS WHAT IT IS (ORIGINAL|Explicit)歌词-JEFFREY HERBERT

    IT IS WHAT IT IS (ORIGINAL|Explicit)歌词-JEFFREY HERBERT

    IT IS WHAT IT IS (ORIGINAL|Explicit)歌词由JEFFREY HERBERT演唱,出自专辑《IT IS WHAT IT IS (ORIGINAL) [Explicit]》,下面是《IT IS WHAT IT IS (ORIGINAL|...

  • (wreck)歌词-SAIDmarlin

    (wreck)歌词-SAIDmarlin

    (wreck)歌词由SAIDmarlin演唱,出自专辑《MIXED FEELINGS (Explicit)》,下面是《(wreck)》完整版歌词! (wreck)歌词完整版 마치 지나간사람들이 내게 조언을 하...