Rongmohol歌词由Mahtim Shakib演唱,出自专辑《Rongmohol》,下面是《Rongmohol》完整版歌词!
Rongmohol歌词完整版
রঙমহল
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকার : প্রসেনজিৎ ওঝা
সুর : প্রসেনজিৎ ওঝা
লেবেল : প্রোটিউন
১৪/০৩/২০২৪
ভালোবাসার রঙ মহলে
তোমায় নিয়া বাঁধবো ঘর।
আকাশ ঘরের ছাউনি হবে
বসবো দুজন ফুলের পর।। ২
চোখের তারায় জ্বলবে জোনাক
শুক সারি গাইবে গান।
পাগল এ মন আগল ছেড়ে
তোমার প্রেমে খুঁজবে প্রান।।
হৃদয় গাঙে নাও ভাসাবো
কূলের আশায় ছাড়বো কুল।
তোমায় ভালোবাসতে গিয়ে
করবো আমি হাজার ভুল।। ২
চোখের তারায় জ্বলবে জোনাক
শুক সারি গাইবে গান।
পাগল এ মন আগল ছেড়ে
তোমার প্রেমে খুঁজবে প্রান।।
সুখের পালে লাগুক হাওয়া
একটা জীবন ছোট্ট খুব।
বুকের ভিতর অতল নদী
একলা না হয় দেব ডুব।। ২
চোখের তারায় জ্বলবে জোনাক
শুক সারি গাইবে গান।
পাগল এ মন আগল ছেড়ে
তোমার প্রেমে খুঁজবে প্রান।।