Jontrona歌词由GMC Center Music演唱,出自专辑《Jontrona》,下面是《Jontrona》完整版歌词!
Jontrona歌词完整版
আমি কেমন করে বাসবো ভালো
বলো বন্ধু তোমারে ।
আমার ভিতর ঘরটা পুড়ে পুড়ে
ছাই হইয়া গেলো রে ।
নারে নারে পারি নারে শইতে
তোমার দেওয়া যন্ত্রণা ।
পারিনারে পারি নারে বন্ধু
তোরে ভুলতে পারিনা ।
আমার মনটা ভাইংগা দিলা বন্ধু
আমায় তুমি বুঝলানা
আমার ভিতর ঘরে তুমি ছাড়া
আর তো কেউ থাকে না ।
নারে নারে পারি নারে শইতে
তোমার দেওয়া যন্ত্রণা ।
পারিনারে পারি নারে বন্ধু
তোরে ভুলতে পারিনা ।
আমি তোমায় মনের মাঝে রেখেছি ।
তোমাকে কি আর পাবো না?
তোমার আমায় ভুলতে কি
একটুও মায়া হয় না?
কি দোষে ছেড়ে গেলে আমায়
আজ..ও তা আমি জানি না ।
আমার মনের কোনে যত্নে রেখেছি
তোমারই ভালোবাসা
আমার মনটা ভাইংগা দিলা বন্ধু
আমায় তুমি বুঝলানা
আমার ভিতর ঘরে তুমি ছাড়া
আর তো কেউ থাকে না ।
নারে নারে পারি নারে শইতে
তোমার দেওয়া যন্ত্রণা ।
পারিনারে পারি নারে বন্ধু
তোরে ভুলতে পারিনা ।