Sagotom Ha Rahmate Alam歌词由Hafiz Arman Qadri&Nurul Mustafa&Nur Sajjad演唱,出自专辑《Sagotom Ha Rahmate Alam》,下面是《Sagotom Ha Rahmate Alam》完整版歌词!
Sagotom Ha Rahmate Alam歌词完整版
স্বাগতম স্বাগতম হে নূরে মোজাস্সম
স্বাগতম স্বাগতম হে রহমতে আলম
সাওয়ার হয়ে রফরফ নামের সাওয়ারিতে
খোদার হাবিব যায় আরশ পাকে মেরাজের রাতে
ছুটছো বোরাক দ্রুতবেগে তাড়াহুড়ো বেশ
কোথায় এ সফরের শুরু কোথায় গিয়ে শেষ
বুঝি আরশের খোদাও বড্ড তাড়াহুড়োতে।
উপচে পড়া আম্বিয়া আর মালায়েকার ঢল
হামাগুড়ি দেয় সেতারা তারকারাজির দল
তাঁরে দেখাও যেন ঈদ চোখের দেখাতে।
মেটায় রে আহমদ হাবিব হাবিবের জ্বালা
স্বপনে না বাস্তবে আজব ঝামেলা
লামকানের মোকদ্দমা চুকায় মাটিতে।