Sneher Matribhasha歌词由Koustav Dasgupta&Arup Bhattacharya&Spandan Das Sharma&Bukka Ganguly&Debasree Ghoshal&Atandrita ’JIT’ Roy&Raja&Bhaskar Sarkar&Ratan&Sraddha Sarkar&Monalisa Dutta演唱,出自专辑《Sneher Matribhasha》,下面是《Sneher Matribhasha》完整版歌词!
Sneher Matribhasha歌词完整版
তোমায় ঘিরে কত আর্তনাদ
কয়েক দশক পেরিয়ে গেলেও থামলো না জেহাদ
তোমার চোখের জলে সেই আকাশ
ভিজে গিয়েও গড়েছিল রক্তের ইতিহাস
তবু মুখে নিয়ে জয়গাঁথা
পেয়েছিলে তুমি স্বাধীনতা
সেলাম জানায় শত হাত তোমাকে অন্তরের
মোদের গর্ব মোদের আশা মোদের প্রিয় বাংলা ভাষা
মোদের স্বপ্ন মোদের দিশা মায়ের স্নেহের মাতৃভাষা
তোমার সাথেই প্রথম পথ চলা
বর্ণপরিচয় সহজ পাঠে ছেলেবেলা
রবি ঠাকুর লালন আর কাজী সাহেব
তোমার স্রোতেই ভাসিয়েছিলেন সুরেরই ভেলা
পেয়েছিল রং কত কথা
কোমল শুদ্ধ মধুরতা
সেলাম জানায় শত চোখ তোমাকে অন্তরের
মোদের গর্ব মোদের আশা মোদের প্রিয় বাংলা ভাষা
মোদের স্বপ্ন মোদের দিশা মায়ের স্নেহের মাতৃভাষা
কিছু প্রতিবাদী মুখ
দিয়েছিল প্রাণ সবকিছু ভুলে
শুধু ফেরাতে তোমার
হারানো গৌরব তোমার আঁচলে
বৃদ্ধ সেই শাহনওয়াজ
ভাবতো সারা রাত
ফিরবে কি ফিরবে না তার আদরের আজাদ
তবু মুখে নিয়ে জয়গাঁথা
এসেছিল সেই স্বাধীনতা
সেলাম জানায় শত মন তোমাকে অন্তরের
মোদের গর্ব মোদের আশা মোদের প্রিয় বাংলা ভাষা
মোদের স্বপ্ন মোদের দিশা মায়ের স্নেহের মাতৃভাষা
মোদের গর্ব মোদের আশা মোদের প্রিয় বাংলা ভাষা
মোদের স্বপ্ন মোদের দিশা মায়ের স্নেহের মাতৃভাষা
মোদের গর্ব মোদের আশা মোদের প্রিয় বাংলা ভাষা
মোদের স্বপ্ন মোদের দিশা মায়ের স্নেহের মাতৃভাষা