Amar Mukti Aloye Aloye歌词由Atreyi Majumdar演唱,出自专辑《Amar Mukti Aloye Aloye》,下面是《Amar Mukti Aloye Aloye》完整版歌词!
Amar Mukti Aloye Aloye歌词完整版
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ||
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ||
আমার মুক্তি সার্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে |
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা -
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে |