Valobashar Nobi歌词由Shaban Mahmud Sayem&Jahidul Hasan Sunny演唱,出自专辑《Valobashar Nobi》,下面是《Valobashar Nobi》完整版歌词!
Valobashar Nobi歌词完整版
আজ মনে প্রাণে তোমার নামে,
গান গেয়ে যাই আপন মনে,
মনের আঙিনায়।
ভালোবাসার নবী তুমি,
দুচোখের নয়নমণি,
তোমার দেশে কবে যাবো,
সোনার মদিনা।
আজ মনযে পাগল যাবো কখন মদিনা,
কবে পূর্ণ হবে আমার মনের বাসনা।(২)
তোমার রওযায়,সালাম দেবো,দেখবো দুটি চোখে।
আপন করে আমার তুমি,
টেনে নিয়ো বুকে।(২)
তোমার প্রেমে আমি পাগল,
তোমার জন্য কাঁদে এ মন।
তোমায় পেলে চাইনা কিছু,
এইযে দুনিয়ায়।
আজ মনযে পাগল যাবো কখন মদিনা,
কবে পূর্ণ হবে আমার মনের বাসনা।(২)
তোমায় ছেড়ে যাবো কোথায়,
নেইতো আমার জানা।
গরিব বলে আমায় তুমি,
করো না তো মানা।(২)
তোমার কাছে আমায় ডাকো,
তোমার প্রিয় করে রাখো,
তোমায় পেলে চাইনা কিছু,
এইযে দুনিয়ায়।
আজ মনযে পাগল যাবো কখন মদিনা,
কবে পূর্ণ হবে আমার মনের বাসনা।(২)