笨鸟先飞
我们一直在努力
2025-01-25 05:02 | 星期六

Tomay Vote Diyechhi Bole歌词-Pallab Kirtania

Tomay Vote Diyechhi Bole歌词由Pallab Kirtania演唱,出自专辑《Tomay Vote Diyechhi Bole》,下面是《Tomay Vote Diyechhi Bole》完整版歌词!

Tomay Vote Diyechhi Bole歌词

Tomay Vote Diyechhi Bole歌词完整版

।। সন্ত্রাসখালির গান ।।

তোমায় ভোট দিয়েছি বলে

আমার ধন-প্রাণ-মান এবং শরীর

সব নেবে দখলে?

তোমায় বানালাম শাসক

তুমি করছ চুরি নিচ্ছ কেড়ে

দেখাচ্ছ দাঁত নখ!

তুমি শাসক নাকি মালিক?

আজ হাজার নারীর কণ্ঠ তোলে

ওই সন্দেশখালি।

তোমায় ভোট দিয়েছি বলে,

রাতে ডাক পাঠাবে, শরীর থেকেও

তোলা তুলবে ছলে?

তোমায় ভোট দিয়েছি বলে?

আমার চাষের জমি কেড়ে

তোমার নোনা জলের মাছের ভেড়ি

উঠতেছিল বেড়ে।

তোমার ঘরে ওঠে সোনা,

কেউ দেখেনি কেউ গোনেনি

আমার চোখের নোনা!

তুমি ছড়িয়ে দিচ্ছ ভয়

তোমার দুর্নীতি আর দখলদারি

রোজকার সঞ্চয়।

তোমায় ভোট দিয়েছি বলে

আজ নিশির ডাকে টান পড়েছে

মায়েদের আঁচলে!

তোমায় ভোট দিয়েছি বলে?

হল গায়ের জোরে ভোট

করো বিরোধীহীন পঞ্চায়েত আর

তুমি গোছাও নোট!

তুমি গাও ক্ষমতার গান,

তোমার গদি রক্ষা করে

মিষ্টি শাহজাহান!

পুলিশ ওকে তো ধরবে না

ও যে তোমার সম্পদ, আহা,

দুষ্টু-মিষ্টি-সোনা!

তোমায় ভোট দিয়েছি বলে

কেন আমার জমি আমার শরীর

শাহজাহানের কোলে?

তোমায় ভোট দিয়েছি বলে?

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef69bVVA9BgBQVwYFCA.html

相关推荐

  • Ekhono Gelo Na Andhar歌词-Pallab Kirtania

    Ekhono Gelo Na Andhar歌词-Pallab Kirtania

    Ekhono Gelo Na Andhar歌词由Pallab Kirtania演唱,出自专辑《Ekhono Gelo Na Andhar》,下面是《Ekhono Gelo Na Andhar》完整版歌词! Ekhono Gelo Na Andhar歌...

  • Manushke Pran Debe歌词-Pallab Kirtania

    Manushke Pran Debe歌词-Pallab Kirtania

    Manushke Pran Debe歌词由Pallab Kirtania演唱,出自专辑《Manushke Pran Debe》,下面是《Manushke Pran Debe》完整版歌词! Manushke Pran Debe歌词完整版 মা...

  • 乘风破浪歌词-琛晟

    乘风破浪歌词-琛晟

    乘风破浪歌词由琛晟演唱,出自专辑《我辈岂是蓬蒿之人》,下面是《乘风破浪》完整版歌词! 乘风破浪歌词完整版 乘风破浪-琛晟作词:琛晟作曲:琛晟OP:时光沙漏 ...

  • 我辈岂是蓬蒿之人歌词-ADA

    我辈岂是蓬蒿之人歌词-ADA

    我辈岂是蓬蒿之人歌词由ADA演唱,出自专辑《我辈岂是蓬蒿之人》,下面是《我辈岂是蓬蒿之人》完整版歌词! 我辈岂是蓬蒿之人歌词完整版 我辈岂是蓬蒿之人-Ada作词...

  • Fall Down歌词-ADA

    Fall Down歌词-ADA

    Fall Down歌词由ADA演唱,出自专辑《我辈岂是蓬蒿之人》,下面是《Fall Down》完整版歌词! Fall Down歌词完整版 Fall Down-Ada作词:Ada作曲:AdaOP:时光沙漏夜...

  • 伙计歌 (其他)歌词-覃诚芳《幺妹住在十三寨》

    伙计歌 (其他)歌词-覃诚芳《幺妹住在十三寨》

    伙计歌 (其他)歌词由覃诚芳《幺妹住在十三寨》演唱,出自专辑《》,下面是《伙计歌 (其他)》完整版歌词! 伙计歌 (其他)歌词完整版 听我吗开言唱啊 伙计儿唱一个...