Tomay Vote Diyechhi Bole歌词由Pallab Kirtania演唱,出自专辑《Tomay Vote Diyechhi Bole》,下面是《Tomay Vote Diyechhi Bole》完整版歌词!
Tomay Vote Diyechhi Bole歌词完整版
।। সন্ত্রাসখালির গান ।।
তোমায় ভোট দিয়েছি বলে
আমার ধন-প্রাণ-মান এবং শরীর
সব নেবে দখলে?
তোমায় বানালাম শাসক
তুমি করছ চুরি নিচ্ছ কেড়ে
দেখাচ্ছ দাঁত নখ!
তুমি শাসক নাকি মালিক?
আজ হাজার নারীর কণ্ঠ তোলে
ওই সন্দেশখালি।
তোমায় ভোট দিয়েছি বলে,
রাতে ডাক পাঠাবে, শরীর থেকেও
তোলা তুলবে ছলে?
তোমায় ভোট দিয়েছি বলে?
আমার চাষের জমি কেড়ে
তোমার নোনা জলের মাছের ভেড়ি
উঠতেছিল বেড়ে।
তোমার ঘরে ওঠে সোনা,
কেউ দেখেনি কেউ গোনেনি
আমার চোখের নোনা!
তুমি ছড়িয়ে দিচ্ছ ভয়
তোমার দুর্নীতি আর দখলদারি
রোজকার সঞ্চয়।
তোমায় ভোট দিয়েছি বলে
আজ নিশির ডাকে টান পড়েছে
মায়েদের আঁচলে!
তোমায় ভোট দিয়েছি বলে?
হল গায়ের জোরে ভোট
করো বিরোধীহীন পঞ্চায়েত আর
তুমি গোছাও নোট!
তুমি গাও ক্ষমতার গান,
তোমার গদি রক্ষা করে
মিষ্টি শাহজাহান!
পুলিশ ওকে তো ধরবে না
ও যে তোমার সম্পদ, আহা,
দুষ্টু-মিষ্টি-সোনা!
তোমায় ভোট দিয়েছি বলে
কেন আমার জমি আমার শরীর
শাহজাহানের কোলে?
তোমায় ভোট দিয়েছি বলে?