Je Pothe Tumi Aso E Ghore歌词由Subhendu Ganguly演唱,出自专辑《Je Pothe Tumi Aso E Ghore》,下面是《Je Pothe Tumi Aso E Ghore》完整版歌词!
Je Pothe Tumi Aso E Ghore歌词完整版
যে পথে তুমি আসো এ ঘরে
সে পথে কেউ আসে না
যেভাবে থাকো তুমি এ সুরে
সেভাবে কেউ থাকে না
শুধু নেশাতুর কবির মতো লিখি
তোমাকে ভালোবাসি না
একটুও ভালোবাসি না।
#
প্রতি রাত গুঁড়ো হয়ে মিশে যায়
অবিকল সেতারে কে বাজায়
তোমাকেই ছন্দে খুঁজে ফেরে সে
ভাঙাচোরা গানে ছদ্মবেশে
একটুও ভালো না বেসে।
#
প্রতি বার আলাপে পরিচয়
খেয়ালের স্রোতে কত অভিনয়
গমকে-মীড়ে খেলা করে সে
আমারই একাকী দেশে
একটুও ভালো না বেসে।