Amar Chitto Tomar Vritto歌词由Pothik Uzzal演唱,出自专辑《Amar Chitto Tomar Vritto》,下面是《Amar Chitto Tomar Vritto》完整版歌词!
Amar Chitto Tomar Vritto歌词完整版
আমার চিত্ত তোমার ভৃত্য
শিল্পী : পথিক উজ্জ্বল
গীতিকার ও সুরকার : মেঘ শিমুল
আমার চিত্ত হইলো তোমার ভৃত্য
প্রেমের দায়ে ঘুরাইলা।
আমার সহজ সরল মনটারে বন্ধু
কেন পুড়াইলা।।
তোমায় ভালোবাইসা আমি
ছাড়লাম বাড়ি ঘর।
যতনে বসাইলাম তোমায়
আমার /অন্তরের ভিতর।। ২
তুমি অন্তরেতে থাকিয়া
অন্তর দিলা জ্বালাইয়া
প্রেমের নামে আমায় তুমি
এ কি রুপ দেখাইলা।।
ভালোবাসার মানুষ হইয়া
থাকলা নারে ভালো।
দেখতে তুমি চান্দের মতো
ভিতর ভরা কালো।। ২
তোমায় ভালো বাসিয়া
বেড়াই এখন কান্দিয়া
সুখের আশায় আমায় তুমি
দুখে যে ভাসাইলা।।