Milon Hobe Kotodine歌词由Rubi Acharjee演唱,出自专辑《Milon Hobe Kotodine》,下面是《Milon Hobe Kotodine》完整版歌词!
Milon Hobe Kotodine歌词完整版
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।(x2)
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী।
ও তা হয় না কপাল-গুণে,
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন।
ঐ রূপ হেরি এ দর্পণে,
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।