笨鸟先飞
我们一直在努力
2025-01-23 21:04 | 星期四

Cholna Sujon歌词-Sajib Rana

Cholna Sujon歌词由Sajib Rana演唱,出自专辑《Cholna Sujon》,下面是《Cholna Sujon》完整版歌词!

Cholna Sujon歌词

Cholna Sujon歌词完整版

মন আঁকাশে বৃষ্টি আসে

রৌদ্র মেঘের জুটি

আজ নতুন আলোয়

আধার কালোর খুনসুটি

ঝড়ের বেসে এলো কেসে

কাজল সে চোখ দুটি

দিল কঠিন কথার, ভিষন্নতার ছুটি

তারি সাথে খেলনাপাতে,

অযথা হাসাহাসি

হাজার বারন আরো কারন,

তবুও সে দারেই আসি

চলনা সুজন মিলে দুজন,

নিলয় আঁকাশে ভাসি

দেখুক লোকে এ দুচোখ,

তোর ঐ দুচোখের হাসি

চলনা সুজন হারায় দুজন,

বিনা দোষেই হোক ফাঁসি

দেখুক লোকে অবাক চোখে,

কতটা ভালবাসি।

চোরাবালির পিছু টানে,

বুঝিনা এ ভাষার মানে

অশান্ত মন,

কি উজাতন খোদা জানে

ঘরের কাজে সকাল সাঝে,

জিয়মিতির ভাঝে ভাঝে

কিসের ছায়া,

একোন মায়া বুঝিনাজে

ধীরে ধীরে চেনা ভীরে, অচেনা বারাবারি

অবুজ এ মন কি জালাতন,

এ কেমন আহাজারি

চলনা সুজন মিলে দুজন,

আরেকটু ভুল করি

দেখুক লোকে এ দুচোখে,

ছায়া যে শুধু তরি

চলনা সুজন মিলে দুজন,

অচেনা শহর গড়ি

সেই শহরে আপন করে,

বৃষ্টি ফোটা হয়ে ঝরি।

বাদাম খুশাই ভারবাসাই,

নিয়ন আলয় কাছে আসাই

স্মৃতির খাতাই,

চোখের পাতায় কিসের ফাঁকি

আপন কথার গোপন ব্যাথায়,

বন্দি খাচার বিষন্নতাই

কিসের জালা বিশের মালাই,

বুঝনা কি

গোপন করে আপন তরে,

বুকের পাজরে রাখি

ঘুমের বড়ি দিয়ে আড়ি,

হৃদয় বাড়িতে থাকি

চলনা সুজন করি কুজন,

সুখ পাখি হয়ে ডাকি

দেখুক লোকে কেমন তকে,

প্রেমে জরিয়ে রাখি

চলনা সুজন পালায় দুজন,

ওদের কে দিয়ে ফাকি

কোন সমান্তরাল পথের বাকে,

বাসা বানিয়ে থাকি

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef6c7VVA9BgtaWgUGDQ.html

相关推荐

  • Larga Essa Vida歌词-mc aninha&Mc Katiau&Isabely Thompson&Mc Alex Jhon

    Larga Essa Vida歌词-mc aninha&Mc Katiau&Isabely Thompson&Mc Alex Jhon

    Larga Essa Vida歌词由mc aninha&Mc Katiau&Isabely Thompson&Mc Alex Jhon演唱,出自专辑《Larga Essa Vida》,下面是《Larga Essa Vida》完整版歌词! Larga E...

  • 湾宝! -長万部-歌词-HAMBURGER BOYS

    湾宝! -長万部-歌词-HAMBURGER BOYS

    湾宝! -長万部-歌词由HAMBURGER BOYS演唱,出自专辑《PARTY SET7》,下面是《湾宝! -長万部-》完整版歌词! 湾宝! -長万部-歌词完整版 長万部に行こう Oh Shine ...

  • Hijrah Cinta歌词-Rossa

    Hijrah Cinta歌词-Rossa

    Hijrah Cinta歌词由Rossa演唱,出自专辑《Love, Life & Music》,下面是《Hijrah Cinta》完整版歌词! Hijrah Cinta歌词完整版 Hijrah Cinta-RossaPada hari bu...

  • Things I Want to Say (Prod.IOF)歌词-&Púrpura

    Things I Want to Say (Prod.IOF)歌词-&Púrpura

    Things I Want to Say (Prod.IOF)歌词由&Prpura演唱,出自专辑《Things I Want to Say (Prod.IOF)》,下面是《Things I Want to Say (Prod.IOF)》完整版歌词! T...