Fuler Moto歌词由Aqsa Binte Anas演唱,出自专辑《Fuler Moto》,下面是《Fuler Moto》完整版歌词!
Fuler Moto歌词完整版
ফুলের মত সুরভিত
করে দিও আমার জীবন (২x)
তাপসী রাবেয়ার মত করো
আমার প্রান ও মন(ঐ)
ওরব তোমার পথের করো পথিক,
চালাও সে পথে যে পথ সঠিক (2x)
তোমার কাছে চাই হেদায়াত,
ভুলে না যাই কবো আখেরাত
দিও শহীদি মরণ (ঐ)
ও রব আকাশের মত বিশালতা,
সাগর সম গভীরতা (2x)
অন্তর্যামী তুমি ওগো দয়াময়,
রহনে ভরিয়ে দাও আমাকে সদা
সুখে রেখো মা-বাবার দুটি ভাইবোন (ঐ)