Kobor Tomay Dakche歌词由Niyamul Haque演唱,出自专辑《Kobor Tomay Dakche》,下面是《Kobor Tomay Dakche》完整版歌词!
Kobor Tomay Dakche歌词完整版
যেদিন তোমার আসবে রে ডাক
ঐ না কবর হতে
যাইতে হবে খালি হাতে রে
ভাবো তুমি একা একা
রইবে কেমন করে ও মন।
এতো এতো টাকা পয়সা
আসবেনা তো কাজে
সাদা কাফন গায়ে তুমি
থাকবে ভিখারি সাজে
কেনো তোমার অহংকারি
এই মাটির উপরে ।
কত মানুষ যায় যে চলে
আসে কি আর ফিরে
চলে যায় যে মায়া ভুলে
মিছে বাঁধন ছিঁড়ে
দমের গাড়ী বন্ধ হলে
আপন তো যায় দূরে ।
সাওয়াল জবাব দিতে হবে
মুনকার নাকির এলে
অন্ধ বধির শাস্তি দিবে
জবাব নাহি পেলে
সাঁপে কাটবে পোকায় খাবে
ঐ না কবর ঘরে।