Picchio Na歌词由Pralay Sarkar&Samanway Samanta演唱,出自专辑《Picchio Na》,下面是《Picchio Na》完整版歌词!
Picchio Na歌词完整版
ও, মাঝপথে কাঁধ ছেড়ে চলে গেল কত হাত
চারপাশে বারোমাসে নেমে আসে কালো রাত
বাড়িতে, অফিসে, কলেজে, মনমরা
ভেবে নিলে এ জীবন রয়ে গেল অধরা
তুমি কি জানো?
উপায়টা কি?
বলতে পারি...
শুনবে কি?
পিছিও না, না পেও না ভয়
যে গেছে যাক, সে থাকার নয়
তোমাকে আজ, এ গান শোনাবো
কীভাবে একা বাঁচা শিখে নিতে হয়!
এই, মেঘে রোদে, পাহাড়ে বাহারে, কাপেতে চুমুকে
এই, ভেসে ভেসে, জলেতে, আকাশে, অচেনা মুলুকে
শিখে নাও, অলিতে গলিতে, মাঠেতে, ঘাসেতে
শিখে নাও, আলোতে ভালোতে, জমকালোতে...
পিছিও না, না পেও না ভয়
যে গেছে যাক, সে থাকার নয়!
তোমাকে আজ, এ গান শোনাবো
কীভাবে একা বাঁচা শিখে নিতে হয়।