Nongra Premer Rajniti歌词由Miraj Khan演唱,出自专辑《Nongra Premer Rajniti》,下面是《Nongra Premer Rajniti》完整版歌词!
Nongra Premer Rajniti歌词完整版
আমার চোখের জল দেখিয়া কান্দে পাষাণ হিয়া |
মনের দুঃখ বুঝলি নারে হায়রে দরদিয়া |
আমার চোখের জল দেখিয়া কান্দে পাষাণ হিয়া |
মনের কষ্ট বুঝলি নারে হায়রে দরদিয়া |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
চোখ কাঁদিলে হয় রে কান্না মন কাঁদিলে কি |
ভালোবাসার মানুষ হইয়া করলে চালাকি |
চোখ কাঁদিলে হয় রে কান্না মন কাঁদিলে কি |
ভালোবাসার মানুষ হইয়া করলে চালাকি |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই |
নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই |
নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
কলিজাতে রাখছি তোরে সে কি অপরাধ |
তোরে ভালবাসায় ছিল আমার বড় পাপ |
কলিজাতে রাখছি তোরে সে কি অপরাধ |
তোরে ভালবাসায় ছিল আমার বড় পাপ |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই |
নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই |
নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
আমার চোখের জল দেখিয়া কান্দে পাষাণ হিয়া |
মনের দুঃখ বুঝলি নারে হায়রে দরদিয়া |
আমার চোখের জল দেখিয়া কান্দে পাষাণ হিয়া |
মনের কষ্ট বুঝলি নারে হায়রে দরদিয়া |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই |
নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |
প্রেমের বাজার বড়ই করা সঠিক প্রেম তো নাই |
নোংরা প্রেমের রাজনীতিতে শুধুই কেঁদে যাই |