Bebocched歌词由Ajoy Roy演唱,出自专辑《Bebocched》,下面是《Bebocched》完整版歌词!
Bebocched歌词完整版
তোমাকে ভালোবাসাই ছিল ভুল
দাঁতের ফাঁকে পড়েছে আংগুল।২
হৃদয়ের চারপাশ দেখেছি ঘুরে
কোন গানে তাল নেই সবই বেসুরে। ২
তবু কিছু বোবা ঘড়ি বলেনা সময়
আমার ছায়ার মতোই পিছু পিছু যায় ।
ফেরার সময় হলে ভাসে বন্যায়
মুখ বুজে মেনে নিই নিজের পরাজয়।।
স্মৃতিরা মাঝে মাঝে শাঁখের করাত
নিজেই নিজের কাছে হই বেহাত।
নীরবে মেনে নিই নিজের ক্ষতি
ব্যবচ্ছেদ করেলেও দিই অনুমতি।। ২
হৃদয়ের চারপাশ দেখেছি ঘুরে
কোন গানে তাল নেই সবই বেসুরে।
তবু কিছু বোবা ঘড়ি বলেনা সময়
আমার ছায়ার মতোই পিছু পিছু যায় ।
ফেরার সময় হলে ভাসে বন্যায়
মুখ বুজে মেনে নিই নিজের পরাজয়।।