POROM ESHWAR歌词由Zayan Abedin演唱,出自专辑《POROM ESHWAR》,下面是《POROM ESHWAR》完整版歌词!
POROM ESHWAR歌词完整版
পরম ঈশ্বর
গীতিকার :- শ্রাবণী মজুমদার
জগৎ পিতা জগৎ মাতা
হরগৌরি হরশিবম
নম: নম: ত্রি নেত্রম্
পরম ঈশ্বর মালিকাম।।
তারা রারা তারা রারা রা
ভোম ভোম শিব শংকর
চন্ডি চন্ডি মহা চন্ডি
মুক্তকেশি পরম ঈশ্বর।
সৃষ্টি সৃষ্টি মহা সৃষ্টি
ধরামাঝে পুষ্প বৃষ্টি
পিতা মাতার মিলিত শক্তি
মানব হৃদয় পায় মুক্তি।।
তারা রারা তারা রারা রা
ভোম ভোম শিব শংকর
চন্ডি চন্ডি মহা চন্ডি
মুক্তকেশি পরম ঈশ্বর।
খড়গ চক্র করে ধারণ
করে উভয় পাপ হরণ
শক্তি শক্তি মহা ভক্তি
পূজে মানব মন।।
তারা রারা তারা রারা রা
ভোম ভোম শিব শংকর
চন্ডি চন্ডি মহা চন্ডি
মুক্তকেশি পরম ঈশ্বর।