Opurno Eid歌词由Aqsa Binte Anas演唱,出自专辑《Opurno Eid》,下面是《Opurno Eid》完整版歌词!
Opurno Eid歌词完整版
ঈদের দিনেও যার হয়না তো ঈদ
ফোটে না মলিন মুখে হাসির ঝলক
ক্ষুধার জ্বালায় যার ক্লান্ত নয়ন
নিরবে ঝরায় বারি পড়ে না পলক
আয়েশে জীবন তব কেটে যায় রোজ
রেখেছ কখনো তুমি সেই তার খোঁজ
সারাটি বছর যার কাটে উপবাসে
পায় না দু’মুটো খেতে রোজ তিনবেলা
পায় না অসুখে সেবা শুধু কেঁদে মরে
সারাটি জনম শুধু পায় অবহেলা
পথের কিনারে কাটে নির্ঘুম রাত
ক্ষুধার আগুন নিভে কুড়িয়ে কাগজ
তুমিও মানুষ আর সেও তো মানুষ
একই রক্ত দেহে আছে প্রবাহিত
তোমার সুখের কভু নেই যে হীনতা
স্বপ্ন আজও তার যেন সমাহিত
নিজের জন্য তুমি যেটা ভালবাসো
পারো না কি তার থেকে কিছু তাকে দিতে
পারো না কি সুখে দুখে সবে মিলেমিশে
বিষাদ-প্রমোদ সব ভাগ করে নিতে
তবেই তো হবে ঠিক এ ধরায় ঈদ
সুখের জোয়ারে ভেসে জান্নাতি ভোজ