Jallage歌词由Toshiba演唱,出自专辑《Jallage》,下面是《Jallage》完整版歌词!
Jallage歌词完整版
মিঠা মিঠা কথা তোমার
আমার বড় ভাল্লাগে
কাছে থাকলে মধু মধু বন্ধু
দূরে গেলে ঝাল্লাগে ||
তোমার মুখের হাসিতে হয়
আমার আকাশ নীল
দেখলে তোমার মলিন মুখ
বন্ধু,সব যে হয় গড়মিল
দুমড়ে মুচড়ে ভাঙ্গেরে দিল
আমায় মরার হাল্লাগে
কাছে থাকলে মধু মধু বন্ধু
দূরে গেলে ঝাল্লাগে ||
তোমার বুকে আমারই সুখ
শান্তির ভূবন গড়া
পাশে থাকলে সুখের ঢল
বন্ধু,দূরে গেলে খরা --
না দেখিলে জ্যান্ত মরা
দিনরে আমার সাল্লাগে
কাছে থাকলে মধু মধু বন্ধু
দূরে গেলে ঝাল্লাগে ||
চাওয়ার নাই আর-কিছু আমার
পাইছি যেদিন তোমায়
সৈয়দ দুলাল অন্তর দিয়া
বন্ধু,অন্তরেতে ঘুমায়
আছো তুমি সুখ উপমায়
কেউ কি আমার আল্লাগে
কাছে থাকলে মধু মধু বন্ধু
দূরে গেলে ঝাল্লাগে ||