GACH LAGAN歌词由Khairul Wasi演唱,出自专辑《GACH LAGAN》,下面是《GACH LAGAN》完整版歌词!
GACH LAGAN歌词完整版
এর কথা ওর কাছে লাগায়ে, কী সুখ বলেন পান
আন্দাজে আজেবাজে কাজে টাকা খরচ কমান
এবার গাছ লাগান, ও ভাই পরিবেশ বাঁচান ।।
শীতল বাতাস হইছে গরম টের কী কিছু পান
সবুজ শ্যামল বাংলা পুড়ে হইতেছে শ্মশান
বায়ুমন্ডল গোন্ডগোলে ছয় ঋতু খানখান ।।
বর্ষাকালই গাছ লাগানোর উপযুক্ত সময়
ফলজ ভেষজ কাঠের চারা রোপন যেনো হয়
স্কুল কলেজ হাটে মাঠে উঠুক স্লোগান ।।
খবির উদ্দিন চায় রে ছায়া মায়ার বাংলাদেশ
বনভূমি উজারকারী হয় যেনো নিঃশেষ
বৃক্ষমেলা, বৃক্ষরোপন করেন অভিযান।।