Soiracharer Ayna Ghor Studio Vocal歌词由Tamim Al Hasan演唱,出自专辑《Soiracharer Ayna Ghor Studio Vocal》,下面是《Soiracharer Ayna Ghor Studio Vocal》完整版歌词!
Soiracharer Ayna Ghor Studio Vocal歌词完整版
কত মায়ের কোল খালি হায়
বোনের বুকে শোকের ঝড়,
কত শিশু করল এতিম
স্বৈরাচারের আয়না ঘর।
ভাবতে গিয়ে শিউরে উঠি
জলে ভরে নয়ন দুটি
কত যে বোন হয় বিধবা
স্বামীহীনা শূণ্য ঘর।
বর্বরতা খুনের সাক্ষী
স্বৈরাচারের আয়না ঘর।।
কত মানুষ গুমের শিকার
ওদের কালো থাবাতে,
মতের বিরোধ যেই গিয়েছে
চাইছে তারেই দাবাতে।
আত্যাচার আর নির্যাতনে
করত বেহুশ কত প্রাণ,
তাদের আত্মচিৎকারেতে
আকাশ বাতাশ হইত ম্লান।
দিনের পর দিন মাসের পর মাস
বেঁচে থেকেও জীবন্ত লাশ
ক্যামনে ওদের মানুষ বলি
মানুষ নামের হায়না নর।
কত যে প্রাণ দেয় বলিদান
নির্মমতার ছুরিতে,
কত লাশের হিসাব জানি
পাশণ্ডুদের ঝুড়িতে।
কত পরিবারেরো সুখ
পোড়ে ওরা ছাই করে,
ক্ষমতারই চাবি হাতে
মন যাহা চায় তাই করে।
দুঃস্বাশনের সে দিন গুলি
ক্যামনে বল যাব ভুলি
স্বৈরাচারের কালো অধ্যায়
থাকবে স্বরণ জনমভর।।
-আনিসুর রহমান