Udashi hoiyare sokhi歌词由SA Apon演唱,出自专辑《Udashi hoiyare sokhi》,下面是《Udashi hoiyare sokhi》完整版歌词!
Udashi hoiyare sokhi歌词完整版
উদাসী হইয়ারে সখি বইসারে একেলা নদীর ঘাটে রে,
আইসো মনের কথা আছে, তুমি
আইসো মনের কথা আছে !!২
জল ভরিতে আইসো সখি
কাঙ্খে কলস নিয়া
দেইখা তোমায় জুড়াইবে
আমার পরাণ হিয়া ।
মান কইরো না ধরলে দু হাত
ভালোবাসার ছলে
অবুঝ হৃদয় সারা বেলা
তোমার কথা বলে,
আইসো মনের কথা আছে,
---উদাসী হইয়ারে সখি বইসারে একেলা নদীর ঘাটে রে
আইসো মনের কথা আছে, তুমি
আইসো মনের কথা আছে ।
আলতা দিমু চুড়ি দিমু
বইসা নদীর ঘাটে
ভালো বাসার কথা কমু
একলা নিরালাতে ।। ২
নদীর টেউয়ে উথাল পাথাল
উঠে আমার বুকে
তোমায় পেলে মিটবে আশা
আমার এ অসুখে,
আইসো মনের কথা আছে,
--উদাসী হইয়ারে সখি বইসারে একেলা নদীর ঘাটে রে
আইসো মনের কথা আছে, তুমি
আইসো মনের কথা আছে ।