Filistiner Artonad歌词由Nusrat Zerin&Talha Bin Monir&Moniruzzaman Manir演唱,出自专辑《Filistiner Artonad》,下面是《Filistiner Artonad》完整版歌词!
Filistiner Artonad歌词完整版
আর কতদিন সইবো যাতনা
সইবো এ জুলুম (২)
আমাদের পেটে নেই যে খাবার
দুচোখে নেই যে ঘুম
আল্লাহুম্মা জালযীল আকদামাহুম (২)
আমাদের জমি দখল করেছে
ভেঙে দিয়ে বাড়িঘর
মায়ের সম্মুখে পুত্রকে করে
বেধড়ক মারধর
পুত্রবধূ ও কন্যার সাথে
পাশবিক ব্যাবহার
পাথরের ঘায়ে সব ছেলেদের
গুঁড়িয়ে দিচ্ছে হাড়
এ নিপীড়ন থেকে বাঁচাও মাবুদ
আমরা যে মাজলুম
আল্লাহুম্মা জালযীল আকদামাহুম
যত নামে যত অনাচার ছিল
কোনোটা রয়নি বাদ
আমাদের নামে ছড়িয়ে দিয়েছে
যত মিছে অপবাদ
অত্যাচার শেষ নেই যেন
নেই কোন সীমারেখা
পৃথিবীতে আজ আমরা যেন
হয়ে গেছি বড় একা
আমাদের পায়ে শক্তি বাড়াও
হাইউল কাইয়ুম
আল্লাহুম্মা জালযীল আকদামাহুম