Shesh Chithi Likhle Vule Jete Tomake歌词由Amena Afrin演唱,出自专辑《Shesh Chithi Likhle Vule Jete Tomake》,下面是《Shesh Chithi Likhle Vule Jete Tomake》完整版歌词!
Shesh Chithi Likhle Vule Jete Tomake歌词完整版
শেষ চিঠি লিখলে ভুলে যেতে আমাকে
ভুলব কি করে বলনা
ভুলব কি করে বলনা
ভালবেসে দিলে বুক ভরা যন্ত্রনা
এ জ্বালা সইতে পারি না
ভুলব কি করে বলনা
জানি ফিরে আসবেনা এই জীবনে
দেখবোনা স্বপ্ন দুই নয়নে
একবার বলে যাও কত সুখে আছো তুমি
একবার বলে যাও কত সুখে আছো তুমি
আমাকে কাদিঁয়ে প্রিয়তম
ভুলব কি করে বলনা
মরনের ও পরে সমাধির উপরে
ফুল দিও তুমি একটু সময় করে
মনে যদি পরে পুরনো সে সৃতি
ভুলেও কষ্ট পেয়েও না
ভুলব কি করে বলনা