Biponno Shetu歌词由Akib Hayat演唱,出自专辑《Biponno Shetu》,下面是《Biponno Shetu》完整版歌词!
Biponno Shetu歌词完整版
অর্ধেক কথা-ই বলতে পারিনি
আমার কোথাও কেউ শুনতে চায় নি
সময় হারিয়ে যাচ্ছে আরো দূরে
আমিও কোনো ঘড়ি খুঁজতে চাই নি
দুর্ভিক্ষের বাতাবরণ শহর জুড়ে
আমিও বা খুঁজছি কই খাদ্য কনা
কাঁচ গলি দিয়ে আসে অন্ধকার
আমিও চাইছি না আলোর ইতরপনা
না না না
চাঁদের আকাশে
যদি আলো হয়ে ঝরে পড়ো তুমি আরো একবার
আঙুল ছোঁয়ালে
যদি শিশিরের মত চুঁইয়ে পড়ো তুমি একবার
তুমি আমার চোখেই চাও
যদি আয়না খুঁজে পাও
তুমি পেরিও যাও
দ্বিধা-দ্বন্দের সীমান্ত শেষ রাতে
কেন আবার ফিরতেই চাও
কেন আয়না ভেঙে দাও
কেন দাঁড়িয়ে যাও
তুমি বিপন্ন সেতুর মাঝখানে
আসলে আমি ছড়িয়েই পড়তে চাইনি
হতে একঘেয়ে হিন্দি ছবির কাহিনী
অপরাহ্নের শরীর খোঁজে বিছানা
আমিও তার নরম মাপতে চাইনি
দুর্ভিক্ষের বাতাবরণ শরীর জুড়ে
আমিও তার কারণ খুঁজতে চাইছি না
কাঁচ গলি আনতে চায় শুধুই অন্ধকার
আমিও তাকে বারন করতে চাইছি না-না
না না না না
চাঁদের আকাশে
যদি আলো হয়ে ঝরে পড়ো তুমি আরো একবার
আঙুল ছোঁয়ালে
যদি শিশিরের মত চুঁইয়ে পড়ো তুমি একবার
তুমি আমার চোখেই চাও
যদি আয়না খুঁজে পাও
তুমি পেরিও যাও
দ্বিধা-দ্বন্দের সীমান্ত শেষ রাতে
কেন আবার ফিরতেই চাও
কেন আয়না ভেঙে দাও
কেন দাঁড়িয়ে যাও
তুমি বিপন্ন সেতুর মাঝখানে
তুমি আমার চোখেই চাও
যদি আয়না খুঁজে পাও
তুমি পেরিও যাও
দ্বিধা-দ্বন্দের সীমান্ত শেষ রাতে
কেন আবার ফিরতেই চাও
কেন আয়না ভেঙে দাও
কেন দাঁড়িয়ে যাও
তুমি বিপন্ন সেতুর মাঝখানে