笨鸟先飞
我们一直在努力
2025-01-23 22:43 | 星期四

Jodi Dekhite Naa Pao歌词-Mohul Chakraborty

Jodi Dekhite Naa Pao歌词由Mohul Chakraborty演唱,出自专辑《Jodi Dekhite Naa Pao》,下面是《Jodi Dekhite Naa Pao》完整版歌词!

Jodi Dekhite Naa Pao歌词

Jodi Dekhite Naa Pao歌词完整版

যদি দেখিতে না পাও,

কেমনে বাঁধিবে কিভাবে সাধিবে

কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে

এযে বড় জ্বালা যেন প্রেম- দয়াময়

এযে বড় জ্বালা যেন প্রেম - দয়াময়

কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে

যদি দেখিতে না পাও

কেমনে বাঁধিবে কিভাবে সাধিবে

কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে।

ডাকে সাড়া দিতে পরান ফাটে যেন

গুরু গুরু দেয়া ডাকে

ডাকে সাড়া দিতে পরান ফাটে যেন

গুরু গুরু দেয়া ডাকে

ঝড় ঝড় বেগে বয়ে চলে যায়

ঝড় ঝড় বেগে বয়ে চলে যায়

অন্তর অমৃত জাগে

এযে বড় জ্বালা যেন প্রেম- দয়াময়

এযে বড় জ্বালা যেন প্রেম - দয়াময়

কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে

দিবস রজনী পথ পার করি রয়েছি দাঁড়ায়ে দুয়ারে

দিবস রজনী পথ পার করি রয়েছি দাঁড়ায়ে দুয়ারে

বুঝি নাই নাথ পাইনি তোমায়

বুঝি নাই নাথ পাইনি তোমায়

কোথা গেলে পাবো তোমারে --

এযে বড় জ্বালা যেন প্রেম- দয়াময়

এযে বড় জ্বালা যেন প্রেম - দয়াময়

কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে

যদি দেখিতে না পাও,

কেমনে বাঁধিবে কিভাবে সাধিবে

কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে

ও হো কি করে রাখিবে কাছে

কি করে রাখিবে কাছে।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef7dbVVA9AQhTVgcA.html

相关推荐

  • Billy歌词-Celly Campello

    Billy歌词-Celly Campello

    Billy歌词由Celly Campello演唱,出自专辑《Parade》,下面是《Billy》完整版歌词! Billy歌词完整版 Billy - Celly Campello以下歌词翻译由微信翻译提供Written...

  • Over The Rainbow歌词-Celly Campello

    Over The Rainbow歌词-Celly Campello

    Over The Rainbow歌词由Celly Campello演唱,出自专辑《Parade》,下面是《Over The Rainbow》完整版歌词! Over The Rainbow歌词完整版 Way up high There's a ...

  • Nao Tenho Namorado歌词-Celly Campello

    Nao Tenho Namorado歌词-Celly Campello

    Nao Tenho Namorado歌词由Celly Campello演唱,出自专辑《Parade》,下面是《Nao Tenho Namorado》完整版歌词! Nao Tenho Namorado歌词完整版 Nao Tenho Namora...

  • Phénix (Explicit)歌词-The Free

    Phénix (Explicit)歌词-The Free

    Phnix (Explicit)歌词由The Free演唱,出自专辑《Phnix (Explicit)》,下面是《Phnix (Explicit)》完整版歌词! Phnix (Explicit)歌词完整版 36 mois de charbon...