Viras Thake Mukto Thakon歌词由Humayra Afrin Era演唱,出自专辑《Viras Thake Mukto Thakon》,下面是《Viras Thake Mukto Thakon》完整版歌词!
Viras Thake Mukto Thakon歌词完整版
পরিষ্কার পরিচ্ছন্ন,সকল সুস্থতার জন্য
নিজকে বেশি যতনে রাখুন
দুষিত আবর্জনা, হাচি কাশির পাশে না,
নিরাপদ স্থানে থাকুন।।
সকল সময় সেই সে মহান আল্লাহকে ডাকুন
মহামারি ভাইরাস থেকে মুক্ত থাকুন।।
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি
ওয়াল জুনুনি ওয়াল জুযামি
ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বম।।
(( হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা
করছি ধবল বা শ্বেত রোগ,উন্মাদ বা পাগল হয়ে যাওয়া,
কুষ্ঠ রোগ এবং সব ধরনের মারাত্মক ব্যধি থেকে))
আল্লাহ ছাড়া কেউ পারেনা মুক্তি দিতে সবার
গজব থেকে মুক্তি পেতে ডাকো তাকে বারবার।।
তিনি খালিক তিনিই মালিক তাকেই স্মরণ রাখুন।।
সকল সময় সেই সে মহান আল্লাহকে ডাকুন
মহামারি ভাইরাস থেকে মুক্ত থাকুন।।
আপনি আমি সবার কাছে সবার আমানত
বিপদে আপদে সেবা করবো,নয়কো মতামত।।
সবাইকে তো মরতে হবে,ঈমান বুকে রাখুন।।
সকল সময় সেই সে মহান আল্লাহকে ডাকুন
মহামারি ভাইরাস থেকে মুক্ত থাকুন।।